ফজলুল হক জয়||
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, সংস্কারের নামে তালবাহানা না করে দ্রুত নির্বাচনের রোড ম্যাপ দিন। তিনি বলেন,দেশে আর কোন ফ্যাসিবাদকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। এ দেশ ছাত্র জনতার রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে। আমরা এখনো চুড়ান্ত স্বাধীনতা অর্জন করতে পারি নাই। চুড়ান্ত স্বাধীনতা অর্জন করার আগ পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। বর্তমান অন্তর্বতীকালীন সরকারকে বলবো সংস্কারের নামে কোন ভাঁওতাবাজি চলবে না। দ্রুত সংস্কার কাজ শেষ করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করুন। গতকাল ২৭ সেপ্টেম্বর (শুক্রবার) বিকেলে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, শাপলা চত্বরের গণহত্যা, ছাত্র জনতার গণহত্যা, পিলখানার গণহত্যা সহ সকল গণহত্যাকারী খুনি হাসিনার বিচার করতে হবে। গণহত্যাকারীদেরকে এ দেশে কোন রাজনীতি করতে দেওয়া হবে না। জালিম সরকার থেকে দেশ মুক্ত হয়েছে এখন উচিত যত দ্রুত সম্ভব একটি জণগণের নির্বাচিত সরকারে হাতে ক্ষমতা হস্তান্তর করা। ইসলামের শত্রু আমেরিকাকে ইসলাম ক্ষতি করার সুযোগ দেওয়া হবে না। নির্বাচিত সরকার না থাকলে ইসলাম নিয়ে, রাসুলকে নিয়ে কটুক্তি করতে পারে। যদি কোন কুলাঙ্গার রাসুল ও ইসলাম নিয়ে কটুক্তি করে তাহলে এই বাংলার মাটিতে তাদের বিচার করতে হবে।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কুমিল্লা মহানগরী সভাপতি মুফতী মুনিরুল হক কাসেমী দয়াপুরীর সভাপতিত্বে এবং কুমিল্লা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা জিহাদ ইসলামের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম।
এসময় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নির্বাহী সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উৎবাতুল বারী আবু,বিশেষ মেহমান মাওলানা নুরুল হক বট্রগ্রামী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আদর্শ সদর উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ুম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাস, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসেন খাঁন,
উপস্থিত ছিলেন জেলা জমিয়তে সাধারণ সম্পাদক মাওলানা খলিলুর রহমান, মহানগর জমিয়ত সহ-সভাপতি মাওলানা নুরুল হক সিরাজী
মাওলানা জসিম উদ্দিন বিজয়পুরী, মাওলানা জাহিদ আল হাবিব, মাওলানা লোকমান, শ্রমিক জমিয়ত নেতা কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আব্দুল মতিন,আদর্শ সদর উপজেলা বিএনপির আহবায়ক রেজাউল কাইয়ুম সহ অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।