ব্রাহ্মণপাড়া,কুমিল্লা থেকে
এইচ এম গোলাম কিবরিয়া রাকিব।
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ৪নং শশীদল ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর
ঈদ পুণর্মিলনী ও অত্র এলাকার কৃতি সন্তান তা’মীরুল কামিল মাদরাসার অধ্যক্ষ,বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের গভর্ণর সদস্য ড.মুফতি হিফজুর রহমান এর সংবর্ধনা অনুষ্ঠান (৪এপ্রিল) শুক্রবার বিকেলে স্থানীয় শশীদল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংসদীয় আসন ২৫৩,কুমিল্লা-৫ বুড়িচং ব্রাহ্মণপড়া,বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যাপক এডভোকেট ড.মোবারক হোসাইন।
প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন সংবর্ধিত অধ্যক্ষ ড.মুফতি হিফজুর রহমান। ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাও: আব্দুর রহমান এর সভাপতিত্বে, ইউনিয়ন সেক্রেটারী মো: বাছির উদ্দিন বিএসসি ও সহ-সেক্রেটারী হাফেজ মাও: জহিরুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে আসন অলংকৃত ও বক্তব্য রাখেন
জননেতা সাবেক সফল উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাও: মিজানুর রহমান আতিকী , ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতের সেক্রেটারী মো: আমিনুল ইসলাম ,ব্রাহ্মণপাড়া উপজেলা আমীর মাও: রেজাউল করিম,শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যাপক মাও: রফিকুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারী কাউছার আরমান , উপজেলা নায়েবে আমীর খন্দকার শাহজালাল,উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরকার,মাও: গোলাম জিলানী এড.সাইফুল ইসলাম,মাও: ওবায়দুল্লাহ, সহ স্থানীয় নেতৃবৃন্দ ও ব্যক্তবর্গ।অপরদিকে ধর্মীয় এই স্কলার ড.হিফজুর রহমানকে প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা আব্দুল হাকিম (রহ:) ফাউন্ডেশনে,আশাবাড়ী-শশীদল,ব্রাহ্মণপাড়ার পক্ষে সম্মাননা স্মারক প্রদান করেন অধ্যাপক মাওলানা রফিকুল ইসলাম, মরহুম হুজুরের নাতী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী টেলিভিশন প্রোগ্রাম উপস্থাপক মুহাদ্দিস এইচ এম গোলাম কিবরিয়া রাকিব এবং গোলাম সারোয়ার রাশেদ।এসময় উক্ত ফাউন্ডেশনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।
দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্তির পর শশীদল স্টেশন বাজার, হরিমঙ্গল বাজার ব্যবসায়িসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়-নির্বাচনী আগাম গণসংযোগ করেন। এর পূর্বে সালাতুল জুমআ আদায় এবং কৌশল বিনিময়ে ছিলেন আশাবাড়ী কেন্দ্রীয় জামে মসজিদে।