দেবব্রত পাল বাপ্পী,লাকসাম
মঙ্গলবার (৩০ জানুয়ারী) বিকেলে প্রতিবছরের ন্যায় লাকসাম পৌরশহরের নশরতপুর শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রম (বাউল গোসাই) পরিচালনা কমিটি উদ্যোগে সনাতন ধর্মালম্বীগণ ভারতের বিভিন্ন মন্দির পরিক্রমা করাবেন তীর্থ যাত্রীগণকে
জানা যায়, এ বছর ৬৬ জন তীর্থযাত্রী ভারতের উদ্দেশ্যে আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৭টায় লাকসাম জংশন বাসষ্ট্যান্ড থেকে বাসযোগে বেনাপোলের উদ্দেশ্যে ৬ষ্ঠ তম তীর্থ যাত্রীরা যাবেন। এর মধ্যে পরিচালনায় থাকবেন ৭ জন। আগামীকাল বুধবার (২১ জানুয়ারী) বেনাপোল নেমে হরিদাস ঠাকুর মন্দিরে অবস্থান করবেন। পরে বর্ডারক্রস করে ভারতের মায়াপুর, নবদ্বীপ মন্দির পরিক্রমা কার পর গয়া যাবে। উল্লেখ্য এভাবে ভারতের ২৩টি মন্দিরে তীর্থযাত্রীগণকে ১ মাস ব্যাপী পরিক্রমা করাবেন। সকাল থেকে তীর্থযাত্রীগণ যার যার ট্রাভেল ব্যাগ নিয়ে মন্দিরে জড় হন। দুপুরে পরিচালনা কমিটির লোকজন সকলের জন্য আয়োজন করেছেন। পরিচালনা কমিটির লোকজন তীর্থযাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন লাকসাম শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রম কমিটির সভাপতি শ্রীপাট সীমা বন্দোপাধ্যায়, পরিচালনায় সৌনক বন্দোপাধ্যায়, সহ-সভাপতি ডা. সচীন্দ্র কুমার দাস, সেক্রেটারী চন্দন কৃষ্ণ দাস, সহ-সম্পাদক শিবু চক্রবর্তী, কোষাধ্যক্ষ বাবুল পাল সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রী শ্রী রাধামাধব সেবাশ্রম কমিটির সভাপতি শ্রীপাট সীমা বন্দোপাধ্যায় বলেন, রাধামাধব ও বাউল গোসাইর কৃপায় আপনারা ১ মাস ব্যাপী ভারতের উদ্দেশ্যে তীর্থ যাত্রায় যাচ্ছেন। আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আপনারা আজ থেকে একই পরিবারের লোক। পরিশেষে রাধামাধব সেবাশ্রমের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।