দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
কুমিল্লার লাকসামে রবিবার (৯ অক্টোবর) সকালে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত লাকসাম উপজেলা শাখার উদ্যোগে পৌরশহরের পেয়ারাপুর জামে মসজিদ প্রাঙ্গণ থেকে এক বিশাল জশনে জুলুছ মিছিল লাকসাম শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পশ্চিমগাঁও গাজী সাহেব (র:) মাজার শরীফ প্রাঙ্গণে শেষ হয়। মাজার প্রাঙ্গণে দেশ ও জাতির কল্যাণে দোয়া, মুনাজাত ও সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
জশনে জুলুছ মিছিলে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা ইসলামী ফ্রন্ট বাংলাদেশ সভাপতি আলহাজ¦ মীর মোহাম্মদ আবু বাকার, প্রধান অতিথি আলমগীর শাহ পীর সাহেব ইমামে রাব্বানী দরবার শরীফ হাজীগঞ্জ-চাঁদপুর, হিজবুর রাসুল লাকসাম উপজেলা শাখার কমিটির সভাপতি মাষ্টার মাহবুবুর রহমান, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াত লাকসাম উপজেলা শাখার সভাপতি মাও. সাইদুল হক মুনাজারী, সেক্রেটারী মাও. সাইফুল ইসলাম আল কাদরী, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ লাকসাম উপজেলা শাখার আহবায়ক হাজী মো: আবুল কাশেম, সদস্য সচিব মো. মহি উদ্দিন, অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মাও. নুরুল ইসলাম জিহাদী, মাও. জহিরুল ইসলাম সাহেব, মাও. সাইফুল ইসলাম সাহেব, মাও. মুফতি মিজানুর রহমান, সাবেক কমিশনার আলহাজ¦ সফিকুর রহমান, সাবেক কমিশনার আব্দুর রশিদ, মো. মনিরুজ্জামান (মনু), আজকের জীবন ফাউন্ডেশন লাকসাম উপজেলা শাখার সদস্য মো. সামছুল হক সামু, মো. মাহরুফসহ শত শত মুসল্লী জশনে জুলুসে অংশগ্রহন করেন।