দেবব্রত পাল বাপ্পী, লাকসাম, কুমিল্লা
কুমিল্লার লাকসাম পৌরশহরের উত্তর লাকসাম গার্লস স্কুল সংলগ্ন শুক্রবার (১৯ মে) সকালে রওশন বিনতে শফিক (৪৪) এক স্কুল শিক্ষিকা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে নীচে কাটা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
স্থাণীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নোয়াখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে দেহ থেকে মাথা আলাদা হয়ে পাশে পড়ে থাকে। ওই শিক্ষিকা মৃত সফিকুল হোসেনের মেয়ে। তিনি লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক। ওই শিক্ষিকা পৌরশহরের উত্তর লাকসাম অস্থায়ী ভাবে ভাড়া বাসায় বসবাস করেন।
এই ব্যাপারে লাকসাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জসিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। লাশটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।