নিহারেন্দু চক্রবর্তী,নাসিরনগর,ব্রাহ্মণবাড়িয়াঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার ৩৬৮ সদস্যবিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে ইংরেজি বিভাগের (২০১৯-২০) সেশনের মো. আফজাল হোসেন এবং সদস্য সচিব করা হয়েছে প্রাণিবিদ্যা বিভাগের (২০২০-২১) সেশনের শিক্ষার্থী মো. সজিব উদ্দীন।
রোববার (২৯ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ কমিটি আগামী ৬ মাসের জন্য দায়িত্ব পালন করবে।
উল্লেখ্য ওই কমিটির আহবায়ক মো. আফজাল হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের মেধাবী মুখ হিসেবে পরিচিত।