দেবব্রত পাল বাপ্পী।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে বটতলী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মোঃ হারুনুর রশিদ (টিউবওয়েল) প্রতীক নিয়ে নির্বাচনী প্রচারনা করেছেন।
স্থানীয় লোকজন জানায়, মেম্বার প্রার্থী হারুনুর রশিদ সৎ, নিষ্ঠাবান ও ভাল মানুষ। তার প্রতি ৪নং ওয়ার্ডের সকলের সমর্থন ও ভালবাসা রয়েছে এবং পুরুষ-মহিলা সবারই সাথে সুসম্পর্ক বিদ্যমান।
সকল প্রার্থীগন আমাদের সাথে কুশল বিনিময় করছেন। শীতকে উপেক্ষা করে সকাল থেকে রাত অবধী প্রার্থীগণ গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। চায়ের দোকানে নির্বাচনের আমেজ চোখে পড়ার মতো। চায়ের দোকানে ভোটাররা চা খেতে খেতে প্রার্থীদের আলাপ আলোচনা চলছে হরদম। এলাকায় এলাকায় পোষ্টার ও মাইকিং চলছে এবং সিএনজি, অটোরিক্সা করে হরেক রকম নির্বাচনী গান গেয়ে ভোটারদের উৎসাহিত করছে। ছোট ছোট ছেলে মেয়ে, বয়বৃদ্ধ লোকজন নেচে গেয়ে ভোটারদের উৎসাহ করছেন।
মেম্বার প্রার্থী হারুনুর রশিদ বক্তব্যে বলেন, ২৯ ডিসেম্বর সকল পেশাজীবি লোকজন টিউবওয়েল প্রতীক মার্কা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আমি আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। আমি আপনাদের খেদমত করার জন্য নির্বাচনে দাড়িয়েছি। আমাকে সবাই দোয়া করবেন।