দেবব্রত পাল বাপ্পী।।
কুমিল্লার লালমাই উপজেলার আসন্ন ইউপি নির্বাচনে পেরুল উত্তর ইউনিয়ন পরিষদে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) চেয়ারম্যন ও মেম্বারগণ ভোটারদের দ্বারে দ্বারে ভোট ও দোয়া চাচ্ছেন।
স্থানীয় লোকজন জানায়, আসন্ন ইউপি নির্বাচনে প্রত্যোক ওয়ার্ড থেকে ৭/৮ জন ইউপি মেম্বার প্রার্থী হয়েছেন। মেম্বারগণদের সাথে সবারই সুসম্পর্ক বিদ্যমান। সকল প্রার্থীগন আমাদের সাথে কুশল বিনিময় করছেন। শীতকে উপেক্ষা করে প্রার্থীগণ গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। চায়ের দোকানে নির্বাচনের আমেজ চোখে পড়ার মতো। চায়ের দোকানে ভোটাররা চা খেতে খেতে প্রার্থীদের আলাপ আলোচনা চলছে হরদম। এলাকায় এলাকায় পোষ্টার ও মাইকিং চলছে এবং হরেক রকম নির্বাচনী গান গেয়ে ভোটারদের উৎসাহিত করছে।
পেরুল উত্তর পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে আমান উল্যাহ (চশমা), মেম্বার প্রার্থী ৬নং ওয়ার্ড মোঃ মহিন (টিউবওয়েল), ৮নং ওয়ার্ড মোঃ এনায়েত উল্যাহ (আপেল), মোঃ ওয়াদুদ মিয়া মোরগ), সংরক্ষিত মহিলা মেম্বার ১,২,৩ বিউটি রানী সিংহ (সূর্যমুখী), ওয়ার্ড নং ৯ আজগর আলী (মোরগ), ফরিদ আহমেদ খন্দকার (তালা), ওয়ার্ড নং ৫ মোঃ হানিফ (ফুটবল)।