ফজলুল হক জয়,বিশেষ প্রতিনিধি||
কুমিল্লায় সন্ত্রাস,জঙ্গিবাদ,সহিংসতা উগ্রবাদ ও গুজব প্রতিরোধে ইমামগণের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এই উক্তিটি করেছেন জেলা প্রশাসক মু: মুশফিকুর রহমান।
১ আগস্ট (বৃহস্পতিবার) কুমিল্লা জেলা প্রশাসন ও ইসলামীক ফাউন্ডেশন এর আয়োজনে কুমিল্লা জেলা মডেল মসজিদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার ফিল্ড অফিসার মোহাম্মদ মাসুদ রানার সঞ্চালনায় এবং ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপ পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মোঃ মুশফিকুর রহমান,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা পুলিশ সুপার মোহাম্মদ সাইদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা জেলা প্রশাসক মুশফিকুর রহমান বলেন,দেশের যে কোন ক্রান্তিলগ্নে ইমামদের ভূমিকা অনেক।সন্ত্রাস জঙ্গিবাদ এবং গুজব প্রতিরোধেও তিনি ইমামদের ভূমিকা আশা করেন।চলমান কোটা আন্দোলনের বিষয়ে জেলা প্রশাসক বলেন,সরকার ২০১৮ সালেই কোটা আন্দোলনকারীদের সাথে একাত্মতা পোষণ করে কোটা বাদ দেয়ার পক্ষে কাজ করেছিলেন।তিনি বলেন,এখন আবার সরকার ছাত্রদের সকল দাবি মেনে নিয়েছেন।উপস্থিত সবার উদ্দেশ্যে তিনি বলেন,দেশের একটি স্বার্থান্বেষী মহল দেশকে অস্থিতিশীল করার জন্য লিপ্ত।এমতাবস্থায় ইমামরা এগিয়ে আসতে হবে।কোরআন,হাদিস কোন সন্ত্রাস,জঙ্গিবাদ এবং গুজবকে প্রশ্রয় দেয় না উল্লেখ করে জেলা প্রশাসক সকল ইমামগণকে অনুরোধ করে বলেন,শুক্রবার জুম্মার নামাজের বয়ানে মসজিদে মসজিদে মুসল্লিদের হাদিস কোরআনের আলোকে এ বয়ান করার জন্য।
বিশেষ অতিথির বক্তব্যে কুমিল্লা পুলিশ সুপার সাইদুল ইসলাম বলেন,কোন ধর্মই দাঙ্গা-হাঙ্গামা এবং গুজব কে সমর্থন করে না।ইমাম দের উদ্দেশ্যে তিনি অনুরোধ করে বলেন,এ ধরনের বয়ান মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপপরিচালক মোঃ আবদুল্লাহ আল মামুন,পুলিশ লাইন জামে মসজিদের খতিব মাওলানা মোঃ শরফুদ্দিন,মুন্সেফবাড়ি জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান, জেলা মডেল মসজিদ কুমিল্লার ইমাম মাওলানা শাহাদাত হোসেন, কান্দিরপাড় কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম আল কাদেরী।
সভায় কুমিল্লা নগরীর বিভিন্ন মসজিদ থেকে ইমামগণ যোগদান করেন।
উল্লেখ্য,আলোচনা সভাটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন নগরীর রেসকোর্স জামে মসজিদে ইমাম মাওলানা মোহাম্মদ নুরুল্লাহ।মাওলানা নোমান আলমগীর আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন।