নিজস্ব প্রতিবেদক।।
শনিবার সন্ধ্যায় ইন্ডিয়ার তামিলনাড়ু থেকে এসে রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া পরিদর্শন করেছেন রোটারিয়ান আনান্দ।
‘রোটারী ইনক্রিজেস ফেলোশিপ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ইন্ডিয়ার তামিলনাড়ু থেকে এসে রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া পরিদর্শন করেন এবং এক বিশেষ সভায় যোগ দেন ‘রোটারি ক্লাব অব মা নাগার কৃষ্ণাগীরি ‘ র সেক্রেটারি রোটারিয়ান আনান্দা শ্রী।
উক্ত সভার সভাপতিত্ব করেন সভাপতি রোটারিয়ান আতাউল মাসুদ রাজিব।
উক্ত বিশেষ সভায় আরো উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সদস্য সচিব রোটাঃ ফজলুল হক জয়,
আরও উপস্থিত ছিলেন অত্র ক্লাবের চাটার্ড প্রেসিডেন্ট রোটাঃ ফারুক আহমেদ, পিপি রোটাঃ পিপি শাহ জাবেদুল হক সাগর, রোটারিয়ান পিপি আলহাজ্ব আব্দুল মতিন,রোটাঃ হুমায়ুন কবির প্রমুখ।
উক্ত সভাটি শুভেচ্ছা বিনিময় শেষে রোটাঃ ফজলুল হকের ভোট অব থ্যাংকস এর মাধ্যমে সমাপ্তি ঘটে।