লাকসাম প্রতিনিধিঃ
জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধি কেন, দ্রব্য মূল্য বৃদ্ধি কেন -এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার লাকসামে মঙ্গলবার (৯ আগষ্ট) পৌরশহরের হাউজিং এষ্টেট মসজিদ সংলগ্ন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিণ জেলার উদ্যোগে বিকেলে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত বিক্ষোভ মিছিলটি পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উত্তর বাজার জামে মসজিদ সংলগ্ন এসে সমাবেশ শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুমিল্লা দক্ষিন জেলা শাখার সভাপতি মাওলানা নুর উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি নেছার উদ্দিন সুমন, ইসলামী ছাত্র যুবসেনা সভাপতি এসএম মনিরুল ইসলাম প্রমুখ।