নেকবর হোসেন।।
কুমিল্লা শহরতলী শাসনগাছা লেগুনা স্ট্যান্ড ঘিরে আধিপত্যকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে জামিল হাসান অর্ণব (২৭ ) নামে এক ছাত্রদল কর্মী নিহত হয়েছে। এ ঘটনায় আরও ৪ জন গুলিবিদ্ধ হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) দুপুর শাসনগাছা মধ্যমপাড়ার আবুল কাশেম গং একই এলাকার মোলা বাড়ির রাব্বি ও সাক্কু গংদের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটে।
নিহত অর্নব শাসনগাছা মধ্যমপাড়ার আজহার মিয়া ছেলে।সেই নগরীর শাসনগাছা বাস টার্মিনাল সততা বাস সার্ভিসের ম্যানেজার ও কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি শাখার শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় একই এলাকায় নিশাদ, নাজমুল, অনিক ও মোহন নামে আরও চারজন গুলিবিদ্ধ রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাদের আশংকাজনক ঢাকায় নেওয়া হয়েছে। এর মাঝে নিশাদের নামে আরেকজন মুমূর্ষু অবস্থায় রয়েছে।
স্থায়ী সূত্র জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর শহরতলী শাসনগাছা বাস টার্মিনালে সততা বাস সার্ভিসে কর্মকত অবস্থায় নিহত অর্ণবকে একই এলাকার ছাত্রলীগ নেতা রাব্বি ও আল্লাউদ্দিন এসে প্রকাশ্যে গুলি করতে থাকে। পরে ঘটনা শুনতে পেয়ে একই এলাকার দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে স্থায়ীরা অর্নবসহ আহত সবাইকে রক্তাক্ত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অর্ণব মারা যায়।
কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ উদ্দিন শিবলু বলেন, অর্ণব আমাদের কর্মী। অর্নব সাংগঠনিকভাবে দুর্বল থাকায় তাকে হত্যা করা হয়েছে। এবারের কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রদলের প্রস্তাবিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে তার নাম বিবেচনায় রাখা হয়।
বিষয়টি নিয়ে কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, ঘটনা শুনে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত ছাড়া গোলাগুলির বিস্তারিত জানানো যাচ্ছে না।