ফাজলুল হক জয়।।
কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আজ বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা র আয়োজন করা হয়েছে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন। এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য কালে এমপি বাহার সবার উদ্দেশ্যে বিভিন্ন দিক- নির্দেশনামূলক বক্তব্যের দেন।