ফজলুল হক জয়।।
কুমিল্লায় জেলার শ্রেষ্ঠ জয়িতা হিসেবে পুরস্কৃত হয়েছেন বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে খ্যাত নারী নেত্রী রোটা: কোহিনূর বেগম। ‘সমাজ উন্নয়নে অসামান্য অবদান’ ক্যাটাগরিতে তাকে শ্রেষ্ঠ জয়িতা হিসেবে সম্মাননা জানানো হয়।
শনিবার মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান তিনিসহ অন্যান্য জয়িতার হাতে এ সম্মাননা তুলে দেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান, সিভিল সার্জন নাছিমা আক্তার, কুমিল্লা আদর্শ সদরের উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পাপড়ী বসু।
শ্রেষ্ঠ জয়িতার পুরস্কার সামনের অগ্রযাত্রায় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে জানান শ্রেষ্ঠ জয়িতা কোহিনুর বেগম।
১৯৯২ সাল থেকে ২০১১ পর্যন্ত কুমিল্লা মর্ডার্ণ হাইস্কুলে শিক্ষকতা করেছেন শ্রেষ্ঠ জয়িতা কোহিনূর বেগম। এরপর একবছর কুমিল্লার শৈলরাণী দেবী পৌর মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছে। দীর্ঘ ৩০ বছর কুমিল্লায় শিক্ষা বিস্তারে ব্যপক অবদান রাখার পাশাপাশি রাজনৈতিক অঙ্গনে ভূমিকা রেখেছেন তিনি। কুমিল্লা জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ১৯৮০ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত কুমিল্লা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি দায়িত্ব পালন করেন এই নেত্রী।