১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ| ২৩শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৫শে শাওয়াল, ১৪৪৬ হিজরি| রাত ৯:৫১| গ্রীষ্মকাল|
শিরোনাম:
অযাথা সময় নষ্ট না করে খেলাধুলায় মনোনিবেশ করুন-ভিপি ওয়াসিম গভীর সংকটের মুখোমুখি দেশ: নির্বাচন প্রশ্নে চলছে সুপরিকল্পিত চক্রান্ত- অধ্যাপক সেলিম ভূঁইয়া শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর ঈদ পুণর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত। শশীদল ইউনিয়ন জামায়াতে ইসলামীর ঈদ পুণর্মিলনী ও সংবর্ধনা অনুষ্ঠিত। মনোহরগঞ্জে ৪ বছরের নাতনিকে ধর্ষণ চেষ্টা কুমিল্লায় দুই শতাধিক সুবিধা বঞ্চিত মাঝে একতাই শক্তি’র ঈদ উপহার কুমিল্লায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে এ্যাব এর শ্রদ্ধা নিবেদন কুমিল্লায় খালেদা জিয়ার সুস্থতা কামনায় এ্যাব এর দোয়া ও ইফতার মাহফিল কুমিল্লা জেলা কওমি মাদ্রাসা সংগঠন বুড়িচং উপজেলা শাখার কমিটি পুনর্গঠন কুমিল্লায় সাংবাদিকদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কুমিল্লার মনোহরগঞ্জে বাবাকে ডাকাতের গুলি, দেখে হৃদরোগে ছেলের মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ১৪, ২০২৪,
  • 112 Time View

নেকবর হোসেন ও ফজলুল হক জয়।।
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় ডাকাতিতে বাধা দেওয়ায় এক বৃদ্ধের পেটে গুলি চালিয়েছে ডাকাতরা; আর গুলিবিদ্ধ বাবাকে দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ছেলে।
বৃহস্পতিবার ভোর ৫টার দিকে সরসপুর ইউনিয়নের বাতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মনোহরগঞ্জ থানার ওসি সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান কবির।
গুলিবিদ্ধ আব্দুল মালেকের (৭০) অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কুমিল্লা মেডিকেল কলেজ থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হৃদরোগে মারা গেছেন তার ছেলে ওমর ফারুক (৪০)।
চার সন্তানের জনক আব্দুল মালেক একজন চা দোকানি। বাতাবাড়িয়া গ্রামে নিজ বাড়ির সামনেই তার চায়ের দোকান।

ঘটনার প্রত্যক্ষদর্শী আব্দুল মালেকের স্ত্রী শহিদা বেগম ও স্থানীয়দের বরাতে ওসি শাহজাহান কবির জানান, প্রতিদিনের মত বৃহস্পতিবারও আব্দুল মালেক ফজরের নামাজ শেষে দোকান খুলে বসেন। একটু পরেই তার স্ত্রী শহিদা বেগমও দোকানে আসেন।
এরই মধ্যে দুইটি মোটরসাইকেলে আসা চারজন ব্যক্তি ক্রেতা সেজে দোকানে প্রবেশ করে। তারা আব্দুল মালেকের কাছে সিগারেট চান।
“মালেক তাদেরকে সিগারেট দিতে দিতেই হঠাৎ ওই ডাকাতরা পিস্তল বের করে শহিদা বেগমের গলায় থাকা সোনার চেইন ও কানের দুল ছিনিয়ে নেয়। তখন মালেক তাদেরকে বাধা দিলে সঙ্গে সঙ্গে ডাকাত সদস্যরা তাকে গুলি করে দ্রুত পালিয়ে যায়।

ওসি আরও বলেন, “আব্দুল মালেক ও তার স্ত্রীর চিৎকারে তাদের ছেলে ওমর ফারুক ঘর থেকে ছুটে আসে। এসে বাবাকে গুলিবিদ্ধ রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এ সময় তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হন।

স্থানীয়রা বাবা-ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে স্থানীয় চিকিৎসক ছেলেকে মৃত ঘোষণা করেন। আর আব্দুল মালেককে প্রথমে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
এদিকে চোখের সামনে স্বামীকে গুলিবিদ্ধ হতে দেখে ও ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন শহিদা বেগম।
ঘটনার পর থেকেই শোকে বিলাপ করতে করতে তিনি বলছেন, “ও আল্লাহ এটা কী হলো? ডাকাতরা আমার স্বামীকে গুলি করলো। কিছুক্ষণ পর আমার ছেলেটিও মারা গেল। তার রেখে যাওয়া ৩ ছেলে ও ১ মেয়ে এখন কাকে বাবা বলে ডাকবে? আর আমিও কি নিয়ে বাঁচবো?
বাতাবাড়িয়া গ্রামটি কুমিল্লার মনোহরগঞ্জ ও নোয়াখালীর চাটখিল উপজেলার সীমান্ত এলাকায় অবস্থিত। খবর পেয়ে মনোহরগঞ্জ ও চাটখিল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওসি শাহজাহান কবির বলেন, “আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। ঘটনাটি মনোহরগঞ্জ এবং চাটখিল থানার সীমান্তবর্তী হওয়ায় উভয় থানার পুলিশ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category