ফজলুল হক জয়||
কুমিল্লায় সদর দক্ষিণ উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার(UNO) এর সাথে মোতায়াল্লী সমিতি সদর দক্ষিণ উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানমের সভাপতিত্বে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,মোতাওল্লী সমিতি বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ও মোতাওয়াল্লী সমিতি বৃহত্তর কুমিল্লা জেলা শাখা’র সভাপতি অধ্যক্ষ কাজী বেলাল আহাম্মদ খাঁন।
মোতাওয়াল্লী সমিতি সদর দক্ষিণ উপজেলা শাখার সভাপতি ওবায়েদুল হক ওবায়েদ স্বাগত বক্তব্যে উপজেলার ওয়াকফ এস্টেটের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং জরুরী সমাধানকল্পে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া খানম উপস্থিত মোতাওল্লীদের উদ্দেশ্যে দিকনির্দেশেনামূলক বক্তব্য প্রদান করেন এবং সৃষ্ট সকল সমস্যার সমাধানে আগামী দিনের করণীয় সম্পর্কে আলোচনা করেন।
মোতাওয়াল্লী সমিতি’র নেতা অধ্যক্ষ কাজী বেলাল আহাম্মদ খাঁন বলেন,”কুমিল্লা জেলা প্রশাসক মো: আমিরুল কায়ছার মহোদয়ের পরামর্শক্রমে আজকে উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে আমাদের এই মতবিনিময় সভা।মোতাওয়াল্লীদের অনেক সমস্যা রয়েছে,বিগত সরকারের সময়ে আমরা নানাভাবে বঞ্চিত ছিলাম।যাই হোক, প্রশাসন এখন আমাদের সমস্যা সমাধানকল্পে আশ্বাস প্রদান করেছেন।আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। ক্রমান্বয়ে আমরা জেলার সবগুলো উপজেলায় মোতায়াল্লীদের সুবিধা-অসুবিধা নিয়ে প্রশাসনের সঙ্গে এভাবে আলোচনায় বসবো”।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য প্রদান করেন,সদর দক্ষিণ উপজেলা শাখার উপদেষ্টা মোর্শেদ চৌধুরী,সদর দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনামুল হক টিপু প্রমুখ।