ফজলুল হক জয় ||
কুমিল্লায় কৃষকদের মাঝে ধানের বীজ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।
বুধবার (২৭ নভেম্বর) ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ-২ /২০২৪-২৫ মৌসুমে অতিবৃষ্টি, বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত জেলার আদর্শ সদর উপজেলার বিঘা প্রতি ৭০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে প্রতি কৃষকের মাঝে বিঘা প্রতি ২ কেজি হাইব্রিড বোরো ধানের বীজ বিতরণ করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মা,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আউলিয়া খাতুন, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: তানজিলা ফেরদৌসি, উপজেলা প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোছা: ফারজানা রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ রিয়াদ হোসেন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহবুবা রহমান জলি,বিভিন্ন ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও কৃষকবৃন্দ।উল্লেখ্য, এ কর্মসূচির আওতায় সর্বমোট ৫,০৭,৫৫০/- উপকরণ বিতরণ করা হয়।