মজিবুল হক এমপি বলেন, ‘কাজী জাফর ছিলেন জমিদারের ছেলে,আব্দুল্লাহ তাহের ছিলেন পীরের ছেলে। আমি বলি আমি একজন কৃষকের ছেলে।কৃষকের ছেলে বলেই আমি মানুষের দুঃখ কষ্ট বুঝি।তাদের আমলে চৌদ্দগ্রামের কোন উন্নতি হয়নি। চৌদ্দগ্রামের সকল রাস্তা পাকা করেছি আমি,স্কুল,কলেজ,মসজিদ মক্তব সবকিছুর উন্নয়ন করেছি আমি।আওয়ামী লীগ সরকারের আমলেই চৌদ্দগ্রামের মানুষ উন্নতির মুখ দেখেছে’
৬ সেপ্টেম্বর (বুধবার) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত প্রাথমিক শিক্ষকদের আয়োজনে প্রাথমিক শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাবেক রেলমন্ত্রী এবং কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুজিবুল হক এমপি।
প্রাথমিক শিক্ষক নেতা মজিবুর রহমান বাবলুর সভাপতিত্বে চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসান, উপজেলা নির্বাহী অফিসার তানভীর হোসেন, চৌদ্দগ্রাম উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা ত্রিনাথ সাহা, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মিরু, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উল্যাহ বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, জেলা পরিষদের সাবেক সদস্য ফারুক আহমেদ মিয়াজী, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফজালুর রহমান কামাল, ইসহাক খান, মাহমুদুর রহমান খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিএম জাহিদ হোসেন টিপু,কুমিল্লা জেলা পরিষদের সদস্য এমরানুল হক কামাল, রফিকুল ইসলাম, কামরুল হাসান মুরাদ, কামরুল আলম মোল্লা, ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার, খলিলুর রহমান মজুমদার, মাহফুজ আলম, জাফর ইকবাল, কাজী ফখরুল ইসলাম ফরহাদ, নাঈমুর রহমান মজুমদার মাসুম, একে খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক লোকমান হোসেন রুবেল, শিক্ষক আবদুল জলিল, আবুল কাশেম, কাজী কামাল পাশা, কামরুন নাহার, মোস্তাফিজুর রহমান, খালেদ বিন গফুর, তাসলিমা নাসরিন, নুরুল আলম মজুমদার ও কর্মচারী নেতা ইমাম হোসেন প্রমুখ।