ফজলুল হক জয় ||
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (IBWF) কুমিল্লা মহানগরী ব্যবসায়ীদের ২০২৪-২০০৫ এর কমিটি গঠিত হয়েছে।এতে সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয়েছেন নাহার ফ্লাওয়ার মিলের স্বত্বাধিকারী ও কুমিল্লা সিটি কর্পোরেশনের ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মু. মোশারফ হোসাইন এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন স্বদেশ পল্লী ডেভলপার্সের স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান।
১৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের একটি রেস্টুরেন্টে কুমিল্লা মহানগরীর ব্যবসায়ীদের মতবিনিময় সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়।
কমিটির অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি পদে রয়েছেন যথাক্রমে কাজী আবদুল মান্নান,আবদুল হাই শরীফ,মিয়া মোহাম্মদ নাসিম ও ওয়ালিউল্লাহ রিপন। সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন আদর্শ হসপিটালের স্বত্বাধিকারী মেশকাত উদ্দিন ফারুক।
উত্তর থানার সভাপতি পদে রয়েছেন ইবনে সিনা’র ইনচার্জ গোলাম মর্তুজা এবং সেক্রেটারি পদে রয়েছেন মনোহারি ব্যবসায়ী মু. ইব্রাহিম সোহেল। আদর্শ সদর দক্ষিণ থানার সভাপতি মেশকাত উদ্দিন ফারুক এবং সেক্রেটারি পদে মনোনীত হয়েছেন ওবায়দুল্লাহ।পূর্ব থানার সভাপতি পদে মনোনীত হয়েছেন মাওলানা আবদুল কাদের এবং সেক্রেটারির পদে মনোনীত হয়েছেন মু. আতিকুল হামিদ সোহাগ, পশ্চিম থানার সভাপতি পদে আছেন মু. খোরশেদ আলম এবং সেক্রেটারি পদে আছেন আবুল কাশেম শামীম।
সদর দক্ষিণ থানার সভাপতি পদে রয়েছেন মু. মাহফুজুর রহমান এবং সেক্রেটারি পদে রয়েছেন মু. নুরুল আলম। বিশ্ববিদ্যালয় থানা সভাপতি পদে আছেন মু. ফরহাদ হোসেন এবং সেক্রেটারি মু. আবদুল হাকিম খান।
কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মু. মহিউদ্দিন শাহিন,এডভোকেট একরামুল হক বাবু,মু.মিজানুর রহমান ভূঁইয়া,মু. মোতালেব হোসেন,আশিক আহমেদ শাহিন, মাইনুদ্দিন ফারুক,ফারুক আহমেদ,মু. মফিজুল ইসলাম,মাওলানা নজরুল ইসলাম,মু. ওমর ফারুক,মোশারফ হোসেন আনোয়ার, মু.জসীমউদ্দীন ও ইব্রাহিম খলিল প্রমুখ।
মতবিনিময় সভায় ব্যবসায়ীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন কমিটির উপদেষ্টা কাজী দ্বীন মোহাম্মদ এবং বিশিষ্ট শিক্ষাবিদ মোসলেহ উদ্দিন।