ফজলুল হক জয়,চাঁদপুর থেকে।।
চাঁদপুরের হাজীগঞ্জে এলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। এক নজর দেখতে মুহূর্তেই ভীড় করেন লাখো ভক্ত। গত শুক্রবার জেলার হাজীগঞ্জের কচুয়া রোডস্থ জঙ্গলিয়া প্লাজার দ্বিতীয় তলায় নারীদের রূপচর্চার বিশ্বস্ত প্রতিষ্ঠান খ্যাত জারিন্স বিউটি সেলুন উদ্বোধন করেন এই নায়িকা।এসময় চলচ্চিত্র নায়িকা বারিশা হক সহ উপস্থিত ছিলেন অনেক সেলিব্রেটি।উপস্থিত ছিলেন হাজিগঞ্জ পৌর মেয়র, হাজিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জারিন্স বিউটি সেলুনের স্বত্বাধিকারী পারুল করিম জানান,নারীদের রূপচর্চা এবং ফিটনেসের কথা মাথায় রেখে তিনি এই জারিন্স বিউটি সেলুন’টি নিয়ে কাজ করছেন।ইতিমধ্যেই তার এই প্রতিষ্ঠানটি কুমিল্লা সাহ বিভিন্ন জায়গায় বেশ সাঁড়া ফেলেছে।তিনি আরো জানান,হাজীগঞ্জের এই নতুন শাখাটি উদ্বোধন উপলক্ষে চলছে এখন বিশেষ ডিসকাউন্ট অফার।পারুল করিম জানান,নারীদের কথা মাথায় রেখে পর্যায়ক্রমে সারা দেশে জারিন্স বিউটি সেলুনের শাখা খোলা হবে।
এক প্রশ্নের জবাবে চলচ্চিত্র নায়িকা অপু বিশ্বাস বলেন,জারিন্স বিউটি সেলুন একটি বিশ্বস্ত এবং নির্বারযোগ্য প্রতিষ্ঠান। তিনি সকলকে এ প্রতিষ্ঠানটি প্রদর্শন করার জন্য আমন্ত্রণ জানান।