নিউজকাস্ট24 ডেস্কঃ
প্রথমবারের মতো মরুর প্রান্তে আয়োজিত ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়েছে গোটা বিশ্বে। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে আয়োজনে ফিফার ২২তম এই আসরের গ্রুপ পর্ব, কোয়ার্টার পূর্ব পেরিয়ে এখন সেমিফাইনালের দল চূড়ান্ত হয়েছে। শিরোপা প্রত্যাশিত অনেকের বুক ভাঙলেও কেউ কেউ জানান দিচ্ছে নতুন ইতিহাস গড়ার। সেই তালিকায় এবার সেমিফাইনালে লড়াইয়ে নামছে- ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স, বর্তমান রানার্সআপ ক্রোয়েশিয়া, প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে আফ্রিকান দেশ মরক্কো ও লাতিন আমেরিকান পরাশক্তি আর্জেন্টিনা।
ব্রাজিলকে টাইব্রেকারে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে পা রেখেছে মদ্রিচের ক্রোয়েশিয়া। আর আরেক কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে হারিয়েছে মেসির আর্জেন্টিনা। এ দুই দল প্রথম সেমিফাইনালে লড়বে আগামী বুধবার (১৪ ডিসেম্বর)।
এদিকে বিশ্বকে চমকে দিয়ে প্রথম আফ্রিকান ও মুসলিম দেশ হিসেবে বিশ্বকাপে সেমিফাইনালের টিকিট পেয়েছে মরক্কো। ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে তারা ১-০ গোলে হারিয়ে সেমির টিকিট পায়। আর ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার সেমিফাইনালের টিকিট পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) মরক্কো ও ফ্রান্স