“শহীদ জিয়া গবেষণা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কুমিল্লার সন্তান অধ্যক্ষ কাজী বেলাল আহম্মদ খাঁন।তার এ অর্জনের জন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন”
ফজলুল হক জয়||
‘শহীদ জিয়া গবেষণা পরিষদ’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত হলেন কুমিল্লার সন্তান অধ্যক্ষ কাজী বেলাল আহম্মদ খাঁন।
রোববার (১৫ ডিসেম্বর) শহীদ জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক গাউস মো:আজিম ভূঁইয়া স্বাক্ষরিত এক চিঠিতে তা জানানো হয়।চিঠিতে শহীদ জিয়া গবেষণা পরিষদ কেন্দ্রীয় কমিটির প্যাডে অধ্যক্ষ কাজী বেলাল আহম্মদ খাঁনকে উক্ত সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয় মর্মে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষে দপ্তর সম্পাদক গাউস মো: আজিম খান স্বাক্ষর করেন।
জানা যায়,অধ্যক্ষ কাজী বেলাল আহম্মদ খাঁন কুমিল্লা আদর্শ সদর উপজেলার গোবিন্দপুর এবং কুমিল্লা সিটি কর্পোরেশনের ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।তাঁর পিতা কাজী সৈয়দ আহম্মদ খাঁন এবং মাতা কাজী আনোয়ারা বেগম।ব্যক্তি জীবনে তিনি একজন অবসরপ্রাপ্ত কলেজ অধ্যক্ষ।অধ্যক্ষ কাজী বেলাল আহম্মদ খাঁন ‘শহীদ জিয়া গবেষণা পরিষদ’ কুমিল্লা জেলা শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।তিনি কুমিল্লা বাসী এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থী।