দেবব্রত পাল বাপ্পী, লাকসাম।।
‘‘শিক্ষাই জাতির মেরুদন্ড’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতি বছরের ন্যায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে বার্ষিক মিলাদ ও এস,এস,সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তাবারক উল্লাহ্ কায়েসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ মোঃ গোলাম রাব্বানী, মোঃ বাহার উদ্দিন, মোঃ ওবায়েদ উল্যাহ হান্নান, মোঃ কবির আহম্মদ স্বাধীন, মোহাম্মদ মীর হোসেন, সমর সাহা।
অন্যান্যদের আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু রসরাজ দাস, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাবা রাশিদা বেগম, মোঃ দেলোয়ার হোসেন, দিলীপ কুমার ভৌমিক, মোঃ কামাল হোসেন, ফাতেমা আক্তার, ফাতেমা খায়রুন্নেছা, মোঃ আবুল কাসেম, মোঃ শাহজালাল,মোঃ মোর্শেদুল আলম, মোঃ রাশেদুল ইসলাম, ফজিলাতুননেছা, খোশনেহার আক্তার, স্বর্না দেবনাথ, চম্পা সাহা, উম্মে হাবিবা, দেওয়ান নাফিছা, দিপ্তী রানী সরকার, রুনা লায়লা, মোঃ খলিলুর রহমান সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী এবং ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিঃ শিক্ষক মোঃ মহসিন উদ্দিন খান।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি তাবারক উল্লাহ্ কায়েস বক্তব্যে বলেন, একজন মা শিক্ষিত হলে গোটা সমাজ শিক্ষিত। তাই বিদায় অনুষ্ঠানে তোমাদের বলব ভাল ভাবে পরীক্ষা দিয়ে ফলাফল অর্জন করবে। এ বিদ্যালয় থেকে তোমরা ভাল রেজাল্ট করলে আমাদের গর্ব। শিক্ষকদের সাথে খারাপ আচরণ করা যাবে না। পরীক্ষার সময়টুকুতে শরীরের প্রতি যতœ নিবে।