মাহবুবুর রহমান, কুমিল্লা সদর প্রতিনিধি।।
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার অন্তর্গত ময়নামতি এলাকার ‘ভাদুয়াপাড়া ইসলামিয়া ইব্রাহিমিয়া মাদ্রাসা ও এতিমখানা’ প্রাঙ্গণে আজ ২০ জুলাই ২০২২ খ্রিষ্টাব্দ বিকেলে রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া কর্তৃক বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
১০-১৫ প্রজাতির ফলের গাছ মিলিয়ে প্রায় ১০০ টি চারা গাছ মাদ্রাসার বিভিন্ন অংশে খালি জায়গায় রোপণ করে ডিস্ট্রিক্ট ৩২৮২ এর অন্যতম জনপ্রিয় ক্লাব রোটারি “ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়া” এই কর্মসূচি পালন করেন।
রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার সভাপতি রোটাঃ আতাউল মাসুদ রাজিব (পিএইচএফ) এর সভাপতিত্বে, সদস্য সচিব রোটাঃ অধ্যাপক ফজলুল হক জয় এবং প্রোগ্রাম চেয়ার রোটাঃ নূর নবী আজাদ ( স্বাধীন আজাদ) এর কর্মপরিকল্পনায় উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রোটারী ৩২৮২ এর এরিয়া ডিরেক্টর রোটাঃ লুতফুল বারী চৌধুরী, গোমতী জুনের জোনাল কো-অর্ডিনেটর রোটাঃ পিপি মোঃ জাহাঙ্গীর আলম।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন রোটাঃ সিপি আলহাজ্ব ফারুক আহমেদ (পিএইচএফ) এবং রোটাঃ পিপি আলহাজ্ব আব্দুল মতিন (পি এইচ এফ) উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তব্য প্রদান করেন, রোটারী ক্লাব অব কুমিল্লা ভিক্টোরিয়ার আইপিপি রোটাঃ নুরুল আলম, বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন অত্র ক্লাবের পিপি রোটাঃ মাফুজুর রহমান বাবুল, প্রেসিডেন্ট ইলেক্ট রোটাঃ মফিজুল ইসলাম পাটোয়ারী।
উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটাঃ ডাক্তার সেলিম রেজা, রোটাঃ হুমায়ুন কবির, ইন্টাঃ শেখ সাদী, সালসাবিল, রাফী প্রমুখ।