মুন্সিগঞ্জে তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার গাঁওদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি`র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া-মাহফিল ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
১নং ওয়ার্ড বিএনপি,গাঁওদিয়া ইউনিয়ন শাখা’র সভাপতি সিদ্দিকুর রহমান খানের সভাপতিত্তে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মুন্সীগঞ্জ -২ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এবং বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব কোহিনুর শিকদার( ভারপ্রাপ্ত আহবায়ক)।
কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে জেলা এবং উপজেলা পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।