মোঃ রেজাউল হক শাকিল ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার শশীদল থেকে গত বৃহস্পতিবার বিকেলে ১৬ কেজি গাঁজাসহ মোঃ সাহিদুল ইসলাম (৩৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণপাড়া থানাপুলিশ।
থানাপুলিশ সূত্রে জানা গেছে, এসআই সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল দক্ষিণ পাড়া সাকিনের ডাঃ আলী মর্তুজা সাহেবের বাড়ির সামনের শশীদল টু বড়ধুশিয়া বাজার গামী পাকা রাস্তার উপর হতে মোঃ সাহিদুল ইসলাম(৩৩)কে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ১৬ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সাহিদুল উপজেলার শশীদল ইউনিয়নের শশীদল এলাকার হারেজ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
এব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, ‘আসামীকে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।’