ফজলুল হক জয়।।
ফেনীতে চক্ষু সেবায় ভার্ডের ২৫ বছর পূর্তি উপলক্ষে ফ্রি আই ক্যাম্পের আয়োজন করা হয় ও দরিদ্র রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন করা হয়।
মঙ্গলবার (১৩ জুন) জেলার সদর উপজেলার দক্ষিণ মজলিশপুরের রিভার্স ক্লাব প্রাঙ্গণে , ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগে ও ডাচ্ বাংলা ব্যাংকের আর্থিক সহযোগিতায় বিনামূল্যে এই চক্ষু চিকিৎসা ক্যাম্প এর আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে মোট ১১০ জন চক্ষু রোগীকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়। ২২ জন ছানী রোগী থেকে পরীক্ষা নিরীক্ষা শেষে ১১ জন ছানি রোগীকে ছানি অপাশেনের জন্য বাচাই করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপু,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হারেছুল হক এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় উপস্থিত সকলে এ ধরনের মহতি উদ্যোগের জন্য ভার্ড কামাল চক্ষু হাসপাতাল এবং ডাচ বাংলা ব্যাংক এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভার্ড কামাল চক্ষু হাসপাতালের মেডিকেল টিম দিনব্যাপি এ চিকিৎসা সেবা প্রদান করেন।
ভার্ড কামাল চক্ষু হাসপাতালের সহকারী হসপিটাল এবং ম্যানেজার( এএফও) জামিউল ইসলাম জানান, ভার্ড কামাল চক্ষু হাসপাতাল ১৯৯৮ সালে সেবার হাত প্রশস্ত করে অদ্যাবধি তার কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।তিনি ‘ভার্ড কামাল চক্ষু হাসপাতালে’র প্রতিষ্ঠাতা কুমিল্লা জেলা পরিষদের সদস্য মোঃ ইমরানুল হক কামালের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।