জি এম রহমত উল্লাহ, চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের ছুফুয়া এলাকায় নালঘর রাস্তার মাথায় ১৭ আগষ্ট বুধবার রাত ৯ টার সময় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা সবাই সিএনজির যাত্রী ছিলেন। আজ বন্ধু সিফাতের জন্মদিন ছিল। এই উপলক্ষ্যে অন্য বন্ধুরা সিফাতের জন্মদিন পালনের জন্য গিফট কিনতে যাচ্ছিল। পথিমধ্যে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বদর পুর গ্রামের গফুর মিয়া ছেলে
আব্দুর রাজ্জাক,ছুপুয়া গ্রামের হাশেম মিয়ার ছেলে মোহাম্মদ লায়ন উরফে লিমন ও কালিকাপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামের হানিফ মিয়া মজুমদারের ছেলে মোহাম্মদ সিপাত।
নিহতরা তিন জন ছুফুয়া ছফরিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষার্থী। তারা সবাই ২০২২ সালের দাখিল পরিক্ষার্থী ছিলো। তাদের মৃত্যুতে এলাকা শোকের ছায়া নেমে আসে।
মিয়াবাজার হাইওয়ে ফাঁড়ির এসআই মহসিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত তিনজনের লাশ এবং ক্ষতিগ্রস্ত সিএনজি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।