কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে জামায়াতের অর্থায়নে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে।
জানা যায়, কুমিল্লার চৌদ্দগ্রামে দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজান এবং তার অনুসারীর অন্যতম ইউপি চেয়ারম্যান শাহজালাল।চৌদ্দগ্রাম আওয়ামী লীগের বৃহৎ এক অংশের দায়িত্ব রয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক রেলপথ মন্ত্রী মো. মজিবুল হক এমপি।স্বঘোষিত অপর একটি গ্রুপের দায়িত্বে আছেন চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান এবং তার অনুসারী জালাল মজুমদার।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, অনিয়ম,দূর্নীতি এবং স্বেচ্ছাচারীতার কারণে দল থেকে ছিটকে পড়া শাহজালাল মজুমদার ইতিমধ্যেই জামাতের নায়েব আমাীর সৈয়দ মোহাম্মদ তাহের এর সাথে গোপনে লিয়াজোঁ করছেন।
অনুসন্ধানে উঠে এসেছে সৈয়দ আব্দুল্লা তাহেরের ব্যবসায়িক পার্টনার জামায়াত নেতা নাঈমের বড় ভাই আওয়ামীলীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক তমিজ উদ্দিন ভূঁইয়া সেলিম চৌদ্দগ্রামে মিজান-শাহজালাল গ্রুপের ডোনার। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। ইতিমধ্যে সর্বত্র একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়েছে যেখানে জামায়াত নেতা ডা: তাহের থেকে শাহজালাল মজুমদার ৫ লক্ষ টাকা নিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে বলে জানা যায়।
এ নিয়ে সর্বত্র চলছে নানা গুঞ্জন।তৃণমূল পর্যায়ের আওয়ামীলীগ নেতাকর্মীদের অনেকেই বলছেন আওয়ামী লীগের মতো একটি বৃহৎ দল জামায়াতের অর্থায়নে শোক দিবস পালন করেছেন যা অত্যন্ত দুঃখজনক।আওয়ামী লীগের ইতিহাস ঐতিহ্য কে ম্লান করার জন্য জামায়াতের সাথে আঁতাত করছে তারা।
এ বিষয়ে শাহজালাল মজুমদারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে হলেও তাকে পাওয়া যায়নি।