ফজলুল হক জয়।।
জাতীয় কারাতে প্রতিযোগীতায় সাফল্য অর্জন করেছে কুমিল্লার তিন কিশোরী। বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুর্ধ্ব-১৫ বয়সী কিশোরীদের কারাতে প্রতিযোগীতায় কুমিল্লার ছয়জন কিশোরী অংশ গ্রহণ করেন। তাদের মধ্যে তিন জন রৌপ্য ও তাম্র পদক অর্জন করেন। বিজয়ীরা হলেন নাহিদা আক্তার (১৫), ফারজানা আক্তার (১২) ও লামিয়া তাবাচ্ছুম হাবসা (১২)।
শুক্রবার (৪ নভেম্বর) কুমিল্লা জেলা মহিলা মহিলা ক্রীড়া সংস্থার আয়োজনে বিজয়ীদের সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে । বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ সভানেত্রী ফারজানা ফেরদৌস, কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম মজুমদার প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি জেলা মহিলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এড. রাশেদা রহমান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশনের সহ- সভাপতি শ. ম সফিকুর রহমান সফি, মোস্তাক আহাম্মদ হুমায়ূন, ফখরুল আরেফিন মামদু,কামরুল হাসান ছোটন, বাবুল মিয়া রানাসহ কুমিল্লা ড্রাগন কারাতে এসোসিয়েশনের সদস্যরা সদস্য বৃন্দ।