ফজলুল হক জয়।।
‘রক্ত দিন জীবন বাঁচান’ এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার বুড়িচংয়ে স্বেচ্ছাসেবী সংগঠন কুমিল্লা ব্লাড ফাউন্ডেশনের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
১৩ এপ্রিল শনিবার উপজেলার বন্ধন কমিউনিটি সেন্টারে এই বর্ষপূর্তি উদযাপন করা হয়। কুমিল্লা জেলা পরিষদের সদস্য মশিউর রহমান খানের সভাপতিত্বে এবং কুমিল্লা ব্লাড ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সাইমন ইসলাম শাওন ও সাংগঠনিক সম্পাদক তালহা জুবায়েরের যৌথ সঞ্চালনায় এতে উদ্বোধনী বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আহসান শিমুল।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়ার মোশারফ খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাতা মোশারফ হোসেন খান চৌধুরী,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কুমিল্লা দক্ষিণ জেলা শাখার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এহতেশামুল হাসান ভূঁইয়া রুমি,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি এল এম গ্রুপের চেয়ারম্যান এবং ঢাকাস্থ্য বুড়িচং উপজেলা সমিতির সভাপতি ও বুড়িচং উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এম এ মতিন এমবিএ, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস সালাম বেগ,বুড়িচংয়ের ৪ নং ষোলনল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন,বিল্লাল হোসেন ঠিকাদার,গোলাম মোস্তফা প্রমুখ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি এতিমখানায় সিলিং ফ্যানসহ নগদ অর্থ প্রদান করা হয়।