ফজলুল হক জয় ও এন.সি জুয়েল।।
আসন্ন ২০২৪-২০২৫ সেশনে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মনোনীত সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দেন সাবেক জেলা পিপি এডভোকেট মোস্তাফিজুর রহমান লিটন, সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দেন এডভোকেট জাহাঙ্গীর আলম ভূইয়া, সহ-সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দেন এডভোকেট মজিবুর রহমান বাহার ও এডভোকেট মাহাবুব আলী, সহ-সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দেন এডভোকেট জাকির হোসেন, ট্রেজারার পদে মনোনয়ন পত্র জমা দেন এডভোকেট আমিনুল ইসলাম, লাইব্রেরী সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দেন এডভোকেট ফয়েজ আহাম্মদ , এনরোলমেন্ট সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দেন এডভোকেট কৌশিক সরকার, রিক্রিয়েশন সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দেন এডভোকেট আছিয়া মাহজামিন খান নিসু, আইটি সম্পাদক পদে মনোনয়ন পত্র জমা দেন এডভোকেট মোঃ মহসিন ভূইয়া, সদস্য পদে মনোয়ন পত্র জমা দেন যথাক্রমে এডভোকেট অপু হাসান, এডভোকেট জাহাঙ্গীর আলম, এডভোকেট মাহাবুবুল আলম রিমন, এডভোকেট নিগার সুলতানা ও এডভোকেট সংগীতা চক্রবর্তী। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি নির্বাচন (২০২৪-২০২৫) রিটার্নিং কর্মকর্তার কাছে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেল থেকে ১৫ সদস্যের মনোনয়ন পত্র জমা দেন। এসময় উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব এডভোকেট মোঃ আবদুল মমিন ফেরদৌস, এডভোকেট ইউনুছ ভূইয়াসহ বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের নেতৃবৃন্দ প্রমুখ।
উল্লেখ্য,আসন্ন ৭ই মার্চ (বৃহস্পতিবার) কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ২০২৪-২০২৫ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোট গ্রহন সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলবে।