ফজলুল হক জয়।।
কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম আলমের বিদায় উপলক্ষে ওলামা-মাশায়েক ও ধর্মীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ জুলাই) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন, ইমাম সমিতি ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প কুমিল্লা।
ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক পঙ্কজ বড়ুয়া।
বক্তব্য রাখেন, কান্দিরপাড় কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ইব্রাহীম আল ক্বাদেরী, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মিজানুর রহমান, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের সহকারী পরিচালক লিটন চন্দ্র সরকার, নবশালবন বিহারের অধ্যক্ষ মহাথের শীল ভদ্র, আদর্শ সদর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মধুসুদন রায় প্রমুখ।
জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, কুমিল্লারমত এত বড় একটি জেলায় কাজ করা অসাধারণ অভিজ্ঞতা। এ পর্যন্ত প্রায় সাত মাস দায়িত্ব পালন করেছি, কোন খারাপ পরিস্থিতির মুখোমুখি হইনি। হতে পারে কুমিল্লাবাসীর মহানুভবতার জন্য। আমি চাই বাকী কটা দিন যাতে এই স্মৃতি নিয়ে এখান থেকে যেতে পারি।
তিনি বলেন, এই বাংলায় আমরা আবহমানকাল থেকে একসাথে বসবাস করে আসছি। যার যার ধর্ম সে সে পালন করবে। কোন ধর্মেই কোন খারাপ কথা নেই। আমরা ধর্ম নিয়ে কোন সংঘাত সৃষ্টি করব না। এই দেশটা আমাদের। আমরা আমাদের দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে কাজ করে যাব।
তিনি আরও বলেন, আমি চেষ্টা করেছি স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করতে। যেমন পরিবার পরিকল্পনায় একটি স্বচ্ছ নিয়োগ আমরা দিতে পেরেছি। আশ্রয়নের কাজগুলো সচ্ছতার সহিত করার চেষ্টা করেছি। বিভিন্ন ধরনের সরকারি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। যানি না কতটুকু করতে পেরেছি। আপনাদের সাথে এখানে কাজ করতে পেরে সত্যিই আমি ধন্য।
মতবিনিময় সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমকে ফুলেল সংবর্ধনা দেন ইসলামিক ফাউন্ডেশন, ইমাম সমিতি ও মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্প কুমিল্লা।