ফজলুল হক জয়||
কুমিল্লায় পরিবেশ বিপর্যয়ের প্রতিবাদে প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) বিকেল ৩ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠন কুমিল্লা মহানগর দক্ষিণ থানা ও ঐক্য সংহতি পরিষদ, সদর দক্ষিণ, কুমিল্লার উদ্যোগে কুমিল্লা বিশ্বরোডের পদুয়ার বাজার (পুরাতন থানা সংলগ্ন) স্থানে এ প্রতিরোধ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানব সৃষ্ট মরণফাঁধ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পদুয়ার বাজারে বিশৃঙ্খলা নিরসন:কুমিল্লা শহরের বর্জ্য ও ইপিজেড এর অপরিশোধিত বর্জ্যের কারণে ক্ষতিগ্রস্ত দক্ষিণের মানবকুল-প্রাণীকুলের জীবন ও পরিবেশ বিপর্যয় রক্ষা সর্বোপরি কুমিল্লা সিটি কর্পোরেশনে নিয়োজিত ঠিকাদারদের কর্তৃক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে মানব বর্জ্য স্তুপীকৃত করে পরিবেশ বিপর্যয়ের প্রতিবাদে উক্ত প্রতিরোধ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরী।প্রধান অতিথির বক্তব্যে মনিরুল হক চৌধুরী সংশ্লিষ্ট প্রশাসনকে আল্টিমেটাম দিয়ে বলেন,অনতিবিলম্বে উল্লেখিত সমস্যার সমাধান না করলে ভুক্তভোগী সাধারণ জনগণকে নিয়ে কঠিন থেকে কঠিনতর প্রতিরোধ কর্মসূচি গড়ে তোলা হবে।
প্রতিরোধ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট ডাক্তার হোসেন,বিএনপি নেতা ইসমাইল মজুমদার,কুমিল্লা সিটির ২৭ নং ওয়ার্ডের বিএনপি নেতা আব্দুল কুদ্দুস চৌয়ারা ইউনিয়ন যুবদল নেতা মনির মজুমদার প্রমুখ।