“কুমিল্লায় ডেইরি খামারীদের জন্য আধুনিক খামার ব্যবস্থাপনার উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত”
ফজলুল হক জয়||
কুমিল্লায় ডেইরি খামারীদের জন্য আধুনিক খামার ব্যবস্থাপনার উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ফেব্রুয়ারি) পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) চট্টগ্রাম ভ্যাটেরিনারি ও এনিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে জেলার বুড়িচং উপজেলার নিমসারস্থ মোখলেছুর রহমান প্লাজার অ্যাপোলো পোল্ট্রি এন্ড ডেইরি ডায়াগনস্টিক ল্যাবে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মশালায় প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন যথাক্রমে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের ‘গবেষণা ও সম্প্রসারণ ‘ বিভাগ এর পরিচালক প্রফেসর ড. আবদুল আহাদ। ডিপার্টমেন্ট অব মাইক্রোবায়োলজি এন্ড ভেটেরিনারি পাবলিক হেলথ এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ ইফতেখার আহমদ রানা এবং ডাঃ মোঃ আবুল ফজল মেহেদী (পিএইচডি ফেলো, ডিপার্টমেন্ট অব মাইক্রোবায়োলজি এন্ড ভেটেরিনারি পাবলিক হেলথ)।
প্রশিক্ষণ কর্মশালায় গবাদি পশু বিশেষ করে দুগ্ধজাত গাভী ও গরু পালন এবং বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ও সমস্যা সমাধান এবং পরিচর্যা নিয়ে আলোচনা করা হয়।আলোচ্য বিষয়ের মধ্যে প্রফেসর ড. আব্দুল আহাদ গাভী এবং মোটাতাজাকরন গবাদি প্রাণীর রেশন ফর্মুলেশন সম্পর্কে বিশদভাবে আলোচনা করেন।ডাঃ মোঃ ইফতেখার আহমদ রানা গবাদি প্রাণীর হাউজিং সম্পর্কে বিস্তারিত তথ্য প্রদান করেন এবং ডাঃ মোঃ আবুল ফজল মেহেদী গাভীর মারাত্মক রোগ Mastitis এর কারণ প্রতিকার এবং নিরাময় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় জেলা এবং উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের প্রায় অর্ধশতাধিক প্রান্তিক খামারীরা অংশগ্রহণ করেন।