হালিম সৈকত, তিতাস ।।
কুমিল্লার তিতাসে কলাইগোবিন্দপুর সামাজিক উন্নয়ন সংগঠনের ১৭ বছর পূর্তি উপলক্ষে কম্বল বিতরণ ও সংবর্ধণা প্রদান করা হয়েছে।
আজ ৬ জানুয়ারি শুক্রবার সকাল সাড়ে ১১ টায় বলরামপুর ইউনিয়ন পরিষদ মাঠে কলাইগোবিন্দপুর সামাজিক উন্নয়ন সংগঠনের আয়োজনে এই সংবর্ধণা দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরী।
প্রধান মেহমান হিসেবে ছিলেন, লিটল নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহম্মেদ। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি মুন্সি মজিবুর রহমান।
সভাপতিত্ব করেন, তিতাস উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুধিন চন্দ্র দাস,
কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক সারওয়ার হোসেন বাবু, তিতাস উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাজ্জাদ হোসেন শিকদার, আওয়ামীলীগ নেতা মোঃ মুরাদ হোসাইন রিপন, কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সামসুল হক ও জগতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান প্রমূখ।
স্বাগত বক্তব্য রাখেন কলাইগোবিন্দপুর সামাজিক উন্নয়ন সংগঠনের উপদেষ্টা ও তিতাস উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ নাজমুল হাসান কিরণ।
এ সময় উপস্থিত ছিলেন, বলরামপুর ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি সাদেক পাঠান,
কড়িকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু ইউসূফ চিশতি, সাধারণ সম্পাদক ছাইদুর রহমান ভূইয়া, মজিদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তাক আহমেদ,জগতপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোজাম্মেল হক টুটুল, তিতাস উপজেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক রিপন মুন্সি, তিতাস উপজেলা বঙ্গবন্ধু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক এইচএম আল আমিন ভূইয়া, কলাইগোবিন্দপুর সামাজিক উন্নয়ন সংগঠনের সভাপতি হযরত আলী সরকারসহ সংগঠনের সদস্যবৃন্দ।
অনুষ্ঠান সঞ্চলনা করেন বলরামপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন।
ফ্রেন্ডস ক্লাবসহ তিতাসের ৬ টি সংগঠনকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।