বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপনের দায়ে যুবদল নেতা শাহিন গ্রেফতার
বিশেষ প্রতিনিধি ||
বিবাহ বিহীন সম্পর্ক স্থাপনের দায়ে ঢাকা থেকে কুমিল্লার সদ্য সাবেক যুবদল নেতা রেজাউল করিম শাহীনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩ আগস্ট) ঢাকার খিলগাঁও এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।সে কুমিল্লার দেবিদ্বারের নিউ মার্কেটস্থ ইঞ্জিনিয়ার শফিকুল ইসলামের ছেলে। জানা যায়,শাহীন অনেকদিন ধরে এই ভাড়া বাসায় বিভিন্নভাবে বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হচ্ছে
খিলগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বরাত দিয়ে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে রেজাউল করিম শাহীনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।তিনি বলেন, সংবাদের সূত্র ধরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিবাহ বিবাহ সম্পর্কে লিপ্ত থাকা অবস্থায় অভিযুক্ত শাহীন টের পেয়ে পালানোর চেষ্টা করে।অবশেষে পুলিশ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।স্থানীয়ভাবে অভিযোগ রয়েছে অভিযুক্ত ওই নারী মাদকের বেচাকেনার সাথে সম্পৃক্ত যার সাথে রেজউল করিম শাহিনের ঘনিষ্ঠ যোগসূত্র রয়েছে। রেজাউল করিম শাহীন ওই নারীর সাথে মাদক ব্যবসায় সম্পৃক্ত রয়েছে বলে স্থানীয়ভাবে অনেক অভিযোগ এসেছে।জানা যায়,শাহীন গ্রেপ্তার হওয়ার পর থেকেই বিভিন্ন মাধ্যম থেকে প্রশাসনের কাছে তদবির,সুপারিশ পৌঁছানো হয়। পুলিশ তার তোয়াক্কা না করে ভ্রাম্যমান আদালত বসিয়ে শাহীনকে যথোপযুক্ত শাস্তি প্রদান করেন।
উল্লেখ্য,অভিযুক্ত যুবদল নেতা রেজাউল করিম শাহীন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদ্য সাবেক কমিটির সদস্য সচিব ছিলেন।
অভিযুক্ত এই যুবদল নেতার এমন কর্মকান্ডে বিব্রত অনেক বিএনপির নেতাকর্মীরা।এরা কার আশ্রয়- প্রশ্রয়ে থেকে রাজনীতি চালিয়ে যাচ্ছেন এবং কে তাদের জন্য সুপারিশ করেছেন এমন প্রশ্ন এখন দেবিদ্বারের অনেকের মুখে মুখে।