১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে রজব, ১৪৪৭ হিজরি| সকাল ৯:৫০| শীতকাল|
শিরোনাম:
গফুর ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র কুমিল্লা-৪; হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বড় ঝুঁকিতে: আপিলে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি জনগণের প্রত্যাশা পূরণে আফরোজা খানম রিতার বিকল্প নেই আমি আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ -মেহেদী হাসান পলাশ শত বছর পূর্তি উদযাপন উপলক্ষে ভরাসার বহুমুখী স্কুলে সতীর্থদের মিলন মেলা কুমিল্লা থেকে তারেক রহমানের অভ্যর্থনায় ৩০০ ফিটে নেতাকর্মীদের নিয়ে পৌঁছলেন সোহানা শিউলী কুমিল্লায় প্রার্থীর বাড়িতে যৌথ বাহিনীর তল্লাশি চট্টগ্রাম-৪; ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে পারবেন সালাহউদ্দিন খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে-সফিকুর রহমান জেলা যুবদলের আহছান উল্লাহ’র বহিষ্কারাদেশ প্রত্যাহার

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৫৩ জনে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১, ২০২৩,
  • 409 Time View


নেকবর হোসেন,
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৫৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার রবিবার বেলা ১২টায় এতথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী সোমবার (৩১ জুলাই) সকাল ৯টা থেকে মঙ্গলবার (০১আগস্ট ) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পরীক্ষা করানো ৫৩টি নমুনা ডেঙ্গু শনাক্ত হয়েছে।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২০জন, মনোহরগন্জ স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ,দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জন, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ১৪ জন, হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন, লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন,মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জন,তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন,বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে একজন,চাদিনা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন।ডেঙ্গুর বৃদ্ধির পর থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে সেবা নেয়া রোগীর সংখ্যা -৭৮৩ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন প্রায় ১৩৬জন। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২০জন। মনোহরগন্জ স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, মুরাদনগর স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে চারজন, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন ,হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জন,চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন,বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে একজন,তিতাস স্বাস্থ্য কমপ্লেক্সে একজন।ডেঙ্গু রোগী ভর্তি আছেন।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী জানিয়েছেন, ডেঙ্গু মৌসুম চলতে থাকার কারণে বর্তমান সময়ে যে কারো শরীরে অস্বাভাবিক কোন উপসর্গ দেখা দিলে দেরি না করে তার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করানো উচিত। অথবা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে চলে আসুন। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাই সচেতন থাকুন। বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখুন। কোথাও পানি জমে থাকতে দেবেন না। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য আলাদা ইউনিট করা হয়েছে। তেমনি বহির্বিভাগে আলাদাভাবে ডেঙ্গুর প্রতিরোধে বা করণীয় বিষয়ে পরামর্শ কেন্দ্র খোলা হয়েছে। এখানে যারাই জ্বরে আক্রান্ত কিংবা ডেঙ্গু সন্দেহে থাকবেন তারা ওই পরামর্শ কেন্দ্রে কথা বলতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category