• সোমবার, ২০ মে ২০২৪, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম
ধর্ম অবমাননায় কুবি শিক্ষার্থী স্বপ্নীলকে সাময়িক বহিষ্কার সদর দক্ষিণের জনগণ আর বাহিরের মানুষকে ভোট দিবেনা- ইন্জিঃ রিপন একজন গর্বিত পিতা- মনোহরগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মান্নান চৌধুরী হাজীগঞ্জের জারিন্স বিউটি সেলুনে অপু বিশ্বাস:মুহূর্তেই ভীড় লাখো ভক্তের বুড়িচং উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হলেন রকিবুল হাছান বুড়িচং উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হলেন রকিবুল হাছান ঢাকাস্থ বুড়িচং উপজেলা সমিতির বার্ষিক সাধারণ সভা ৬ জুলাই বর্ণাঢ্য আয়োজনে অধ্যাপক আবদুল মজিদ কলেজের রজতজয়ন্তী উৎসব উদযাপন কুমিল্লা ব্লাড ফাউন্ডেশনের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন ভোগান্তি নিরসনের লক্ষ্যে ঈদের আগে ও পরে মাঠে থাকবে হাইওয়ে পুলিশ

কুমিল্লার ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগে ৪৯ ছানি রোগীকে চিকিৎসা প্রদান

বার্তা বিভাগ / ৭২ Time View
আপডেট : শুক্রবার, ২৩ জুন, ২০২৩

ফজলুল হক জয়।।

চক্ষু সেবায় ভার্ড – এর ২৫ বছর ( ১৯৯৮ – ২০২২) পূর্তি উপলক্ষে কুমিল্লার ভার্ড কামাল চক্ষু হাসপাতালের উদ্যোগ ৪৯ দরিদ্র অসচ্ছল ছানি রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

বুধবার (২১ জুন) ভার্ড কামাল চক্ষু হাসপাতাল এর উদ্যোগে এবং DBBL এর অর্থায়নে ৩৬ অস্বচ্ছল দ‌রিদ্র ছানি রোগী‌কে বিনামূল্যে এবং ১৩ জনকে স্বল্প মূলে ফ্যাকো ও এস আই সি এস সহ সর্বমোট ৪৯ জন ছানি রোগীকে চো‌খের ছা‌নি অপা‌রেশন করা হ‌য়।

হাসপাতালের সি‌নিয়র চক্ষু বি‌শেষজ্ঞ ও সার্জন ডাঃ রবিউল হাসান আকন্দ দ্বারা উন্নত প্রযু‌ক্তি‌তে লেন্স সং‌যোজ‌নের মাধ‌্যমে সফলভা‌বে রোগীদের অপা‌রেশ‌ন সম্পন্ন হয়।

তিনি জানান,অপারেশন হওয়ার পর সকল রোগী স্বাভা‌বিক দৃ‌ষ্টি ফি‌রে পে‌য়েছেন। রোগী, রোগীর অভিভাবক সহ সক‌লেই স‌ন্তোষ প্রকাশ ক‌রে‌ছেন এবং ভার্ড কামাল চক্ষু হাসপাতাল এবং DBBL এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন।

উল্লেখ্য,কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতি সন্তান কুমিল্লা জেলা পরিষদের সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এমরানুল হক কামাল ১৯৯৮ সালে সেবার ব্রত নিয়ে ভার্ড কামাল চক্ষু হাসপাতাল প্রতিষ্ঠা করেন।জানা যায়,প্রতিষ্ঠার পর থেকেই অদ্যাবধি এই ভার্ড কামাল চক্ষু হাসপাতাল বিভিন্নভাবে অসচ্ছল রোগীদের পাশে থেকে চিকিৎসা সেবা প্রদান করে যাচ্ছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ