স্বতন্ত্র ইলেকশন করলে ৫’শ ভোটও পাবেননা বরং জামানত হারাবেন-অধ্যক্ষ সেলিম ভূঁইয়া
ফজলুল হক জয় ||
মঞ্জুরুল আহসান মুন্সী দেবিদ্বারের চারবারের সাবেক সংসদ সদস্য, এখানকার মাটি ও মানুষের সাথে তার সম্পর্ক।আমাদের নেতা তারেক রহমান তাকে মনোনয়ন দিয়েছেন, অতএব আমরা এখন তার জন্যই কাজ করবো এমন মন্তব্য করেছেন কুমিল্লা বিভাগীয় বিএনপি’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।তিনি বলেন,যারা ভাবছেন অন্য কোন ব্যক্তিকে আনবেন বা স্বতন্ত্র ইলেকশন করবেন লাভ হবে না, ৫’শ ভোটও পাবেন না,বরং জামানত হারাবেন।
শুক্রবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার কুরছাপ উচ্চ বিদ্যালয় মাঠে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ইঞ্জি: মঞ্জুরুল আহসান মুন্সির এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিম ভূঁইয়া আরো বলেন,প্রার্থী ধার করে এনে লাভ নেই কারণ এই দেবিদ্বারে তারেক রহমান যে সিদ্ধান্ত দিয়েছেন এর বাইরে যাওয়ার সুযোগ নেই।এ সময় তিনি আগামী নির্বাচনে জয়ী হতে সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে কাজ করার আহব্বান জানান।
এ সময় জনসভায় উপস্থিত ছিলেন, কুমিল্লা-৪ সংসদীয় আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী,কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হাজী জসীম উদ্দীন, কুমিল্লা মহানগর বিএনপি’র সভাপতি উদবাতুল বারী আবু, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি ওয়াসিম,কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সাবেক সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভিউল আহসান মুন্সী,বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন এবং বিএনপি নেতা এডভোকেট তৌহিদ বাবু সহ অনেকেই।