বাঞ্ছারামপুরের জনগণ ধানের শীষের প্রার্থী ছাড়া অন্য কাউকে মেনে নেবে না-পলাশ
ফজলুল হক জয় ||
একটি স্বার্থান্বেষী মহল বাঞ্ছারামপুরের জনগণের আবেগ নিয়ে খেলছে উল্লেখ করে বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৬ থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কৃষিবিদ মেহেদী হাসান পলাশ বলেন,দলের দুঃসময়ে আমরা নিজের বুক পেতে দিয়েছি,মামলা-হামলা শিকার হয়েছি তবুও দল থেকে বিচ্যুত হইনি।মনোনয়নের প্রসঙ্গ টেনে পলাশ বলেন,বাঞ্ছারামপুর বিএনপি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ব্যতীত অন্য কারো সিদ্ধান্ত মেনে নেবে না।বাঞ্ছারামপুরবাসী ধানের শীষের পক্ষেই ঐক্যবদ্ধ।
শনিবার (৮ নভেম্বর) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাঞ্ছারামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালেহ মুছার সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাইবুর হাসান মাসুম ও সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশের সঞ্চালনায় বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজার মাঠে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ মেহেদী হাসান পলাশ আরো বলেন,বাঞ্ছারামপুরের মাটি ধানের শীষের ঘাটি।ধানের শীষের পক্ষে আমরা সবাই এক এবং ঐক্যবদ্ধ। বাঞ্ছারামপুর আলেম-ওলামা’র এলাকা।এখানকার ধর্মপ্রাণ জনগণ কোন নাস্তিককে মেনে নেবে না।এ সময় তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন,ধানের শীষ নিয়েই তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে উপজেলা বিএনপি পৌর বিএনপি , যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীর অংশগ্রহণে সমাবেশ জনসমুদ্রে রূপান্তরিত হয়।