কুমিল্লা-৯ এ ধানের শীষকে বিজয়ী করতে হলে ড. জাহাঙ্গীরের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তৃণমূলের অধিকাংশ নেতাকর্মী এবং বিএনপির সমর্থকগণ।
ফজলুল হক জয় ||
কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে হলে সাবেক জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং সাবেক এমপি এটিএম আলমগীরের ছোট ভাই, কুমিল্লা-৯ সংসদীয় আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ড. এ কে এম জাহাঙ্গীরের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন নাম প্রকাশ না করার শর্তে লাকসাম- মনোহরগঞ্জের তৃণমূল পর্যায়ের অধিকাংশ নেতাকর্মী,সমর্থক এবং ভোটাররা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠ জরিপ অনুসন্ধানে উঠে আসে এমন তথ্য।
জানা গেছে, ডক্টর জাহাঙ্গীর ছিলেন প্রশাসন ক্যাডারের একজন উচ্চ পদস্থ কর্মকর্তা যিনি দীর্ঘ সময় জুড়ে দেশের বিভিন্ন দপ্তরে সুনামের সাথে কাজ করেছেন।তার বড় ভাই এটিএম আলমগীর ছিলেন কুমিল্লা-৯ আসনের সাংসদ।ডক্টর জাহাঙ্গীর বিএনপি’র সমর্থক হওয়ায় ফ্যাসিবাদ সরকারের আমলে তাকে অনেক নাজেহাল হতে হয়। একাধিকবার তাকে ওএসডি করা হয়েছিল।আওয়ামী রোষানলে পড়ে দেশ ত্যাগে বাধ্যও করা হয়েছিল তাকে।
কুমিল্লা-৯ আসনের অন্তর্ভুক্ত মনোহরগঞ্জ উপজেলা প্রতিষ্ঠার পেছনে তার রয়েছে অগ্রণী ভূমিকা।
স্থানীয় সূত্রে জানা যায়,আগামী সংসদ নির্বাচন কে কেন্দ্র করে তিনি মাঠে কাজ করে যাচ্ছেন।তারেক রহমানের ৩১ দফার বার্তা ছড়িয়ে দেয়া সহ ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।তিনি নতুন করে স্বপ্ন দেখাচ্ছেন নেতাকর্মী ও সাধারণ মানুষকে।
যখন গ্রুপিং-দ্বন্দ্বে দিশেহারা লাকসাম এবং মনোহরগঞ্জের সাধারণ মানুষ ও তৃণমূলের নেতাকর্মিগণ ঠিক তখনই দলের হাল ধরেছেন ডক্টর জাহাঙ্গীর।এ আসন থেকে তাকে বিএনপির নমিনেশন দিলে গ্রুপিং-দ্বন্দ্বের অবসান ঘটিয়ে বিপুল ভোটে তিনি ধানের শীষকে বিজয়ী করতে পারবেন এমন অভিমত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক এবং সাধারণ ভোটাররা।
এক সাক্ষাৎকারে ড. জাহাঙ্গীর বলেন,লাকসাম- মনোহরগঞ্জের সর্বস্তরের সাধারণ মানুষ এবং ভোটারদের অনুপ্রেরণায় আমি মাঠে এসেছি এবং অভূতপূর্ব সাড়া পাচ্ছি।কাক ডাকা ভোর থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত দলের জন্য কাজ করে যাচ্ছি উল্লেখ করে ডক্টর জাহাঙ্গীর বলেন,দলের নমিনেশন পেলে ব্যাপক ভোটের ব্যবধানে এই আসনটি দলকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ।