• সোমবার, ২০ মে ২০২৪, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম
ধর্ম অবমাননায় কুবি শিক্ষার্থী স্বপ্নীলকে সাময়িক বহিষ্কার সদর দক্ষিণের জনগণ আর বাহিরের মানুষকে ভোট দিবেনা- ইন্জিঃ রিপন একজন গর্বিত পিতা- মনোহরগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মান্নান চৌধুরী হাজীগঞ্জের জারিন্স বিউটি সেলুনে অপু বিশ্বাস:মুহূর্তেই ভীড় লাখো ভক্তের বুড়িচং উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হলেন রকিবুল হাছান বুড়িচং উপজেলার শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক হলেন রকিবুল হাছান ঢাকাস্থ বুড়িচং উপজেলা সমিতির বার্ষিক সাধারণ সভা ৬ জুলাই বর্ণাঢ্য আয়োজনে অধ্যাপক আবদুল মজিদ কলেজের রজতজয়ন্তী উৎসব উদযাপন কুমিল্লা ব্লাড ফাউন্ডেশনের চতুর্থ বর্ষপূর্তি উদযাপন ভোগান্তি নিরসনের লক্ষ্যে ঈদের আগে ও পরে মাঠে থাকবে হাইওয়ে পুলিশ

একজন গর্বিত পিতা- মনোহরগঞ্জ উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মান্নান চৌধুরী

বার্তা বিভাগ / ৮৩ Time View
আপডেট : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪

ফজলুল হক জয়।।

ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নির্বাচিত চেয়ারম্যান হলেন আবদুল মান্নান চৌধুরী।খবর নিয়ে জানা যায়, ব্যক্তি জীবনে তিনি যেমন একজন গর্বিত ও সফল পিতা তেমনি তার রয়েছে এক বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার।ব্যক্তি জীবনে তিনি ৩ কন্যা ও ২ ছেলের জনক।জানা যায়,তার বড় মেয়ে সফল ভাবে শিক্ষা জীবন শেষ করে বর্তমানে যমুনা ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার দায়িত্বে আছেন এবং তার স্বামী একই ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর হিসেবে কর্মরত।দ্বিতীয় কন্যা মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক এবং তার স্বামীও অন্য আরেকটি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন।তৃতীয় কন্যার স্বামী কাস্টমস বিভাগের যুগ্ম সচিব পদে কর্মরত। দুই ছেলের মধ্যে এক ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পূর্ণ করে বর্তমানে দেশের একটি স্বনামধন্য দৈনিকের হেড অফিসে চাকরি করছেন এবং আরেক ছেলে বুয়েট থেকে আইটি ইঞ্জিনিয়ারিং শেষ করে বের হয়েছেন।

আওয়ামী রাজনীতিতে সবসময় সক্রিয় সদ্য সাবেক ইউপি চেয়ারম্যান(নাথেরপেটিয়া ইউনিয়ন) এবং বর্তমান মনোহরগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল মান্নান চৌধুরী।টানা ২০ বছর নাথেরপেটুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কখনো সভাপতি কখনো সহ-সভাপতি পদে দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের এই নেতা।বর্তমানে মনোহরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি।

তিনি জানান,ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে মনোহরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সমর্থন নিয়ে তিনি নির্বাচন করেছেন।জনগণের স্বতঃস্ফূর্ত রায়ের মাধ্যমে তিনি মনোহরগঞ্জ উপজেলার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।তার এ জয়ের জন্য তিনি দলীয় নেতাকর্মীর সহ সর্বস্তরের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ