রাঙ্গুনিয়ায় প্রশাসনের চোখ কে ফাঁকি দিয়ে নাসিমের নেতৃত্বে চলে ভয়াবহ কর্মকান্ড
ফজলুল হক জয় ||
রাঙ্গুনিয়ায় বন বিভাগ ও প্রশাসনের চোখ কে ফাঁকি দিয়ে নাসিমের নেতৃত্বে চলে ভয়াবহ কর্মকান্ড ও বনভূমি দখল।নাসিম দক্ষিণ রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের পূর্ব খুরুশিয়ার ৭ নং ওয়ার্ডের বাসিন্দা।
অনুসন্ধানে জানা গেছে,নাসিমের রয়েছে বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার সাথে অবৈধ যোগ সূত্র যাদের মাধ্যমে নাসিম দীর্ঘদিন যাবত এলাকায় বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে জমি বিক্রির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন।অনুসন্ধানে আরও জানা যায়,নাসিমের নেতৃত্বে বিভিন্ন সময়ে প্রতারণা সহ সন্ত্রাসী কার্যক্রমে অংশ নেয়া অন্যতম সহযোগীরা হচ্ছে আহমদ নবী, খাইরুল ইসলাম,ইউসুফ এবং ইয়াকুব।জানা যায়,এ সংঘবদ্ধ চক্র বিভিন্নভাবে মানুষের সরলতার সুযোগ নিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করার চেষ্টা করছে।
জানা গেছে, গত কয়েক মাস আগে একই এলাকার বাসিন্দা শরিফুল ইসলামের নিকট ১ লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে একটি ভূমি বিক্রি করেন অভিযুক্ত নাসিম। পরে কৌশলে বিভিন্ন প্রতারণার আশ্রয় নিয়ে নাসিম বাহিনী শরিফুল ইসলামকে উৎখাত করে উক্ত জায়গা অন্যত্র বিক্রি করে দেয়।বিক্রি করেই ক্ষান্ত হননি নাসিম, প্রতিনিয়ত বিভিন্নভাবে তাদেরকে হুমকি প্রদান করে। এভাবে নাম প্রকাশ না করার শর্তে অনেকেই জানান নাসিম এলাকায় এ ধরনের অনৈতিক কাজগুলো করে যাচ্ছে।বিষয়টি অভিযুক্ত নাসিমকে জিজ্ঞেস করা হলে প্রথমে সে অস্বীকার করে পরবর্তীতে প্রমাণস্বরূপ একটি অডিও ক্লিপ তুলে ধরা হলে নাসিম কৌশলে এড়িয়ে যায় এবং মোবাইল ফোন কেটে দেয়।স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে অবগত করা হলে শিগগিরই যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস প্রদান করেন এবং বন বিভাগের কোন কর্মকর্তা এতে জড়িত থাকলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান।