যোগ্য ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে সর্বস্তরের জনগণ আমাকে চায়-মনোয়ার সরকার
ফজলুল হক জয় ||
ফ্যাসিবাদ সরকারের রোশানোলে পড়ে আমাকে দীর্ঘ সময় দেশের বাহিরে থাকতে হয়েছে। আমার অপরাধ ছিল আমি বিএনপি করি, এদেশের গণ-মানুষের পক্ষে কথা বলি,মানুষের ন্যায্য অধিকার নিয়ে কথা বলি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন,কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসন থেকে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি নেতা মনোয়ার সরকার।
দলীয় মনোনয়ন পেলে ধানের শীষকে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করে মনোয়ার সরকার বলেন,আমার জনগণের অনুপ্রেরণাতেই মাঠে এসেছি, দীর্ঘদিন যাবৎ মাঠে সাধারণ মানুষের খেদমতে কাজ করে যাচ্ছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা প্রচারে কাজ করে যাচ্ছি।হোমনা-তিতাসের সর্বস্তরের জনগণ একজন যোগ্য ও ক্লিন ইমেজের প্রার্থী হিসেবে আমাকে চান। তিনি আরো বলেন,নির্বাচনী মাঠে আমি নতুন নয় এবং এটা সাধারণ মানুষ জানেন। মনোয়ার সরকার বলেন, আমি সুখের পায়রার মতো প্রার্থিতা জানান দেইনি বরং দীর্ঘদিন যাবৎ মাঠে দলকে সংঘটিত করার জন্য কাজ করে যাচ্ছি।
তিনি সর্বস্তরের জনগণকে ধানের শীষের পক্ষে কাজ করার আহবান জানিয়ে এবং নিজের জন্য দোয়া চেয়ে বলেন,দলীয় মনোনয়ন পেলে এবং জনগণের রায়ে নির্বাচিত হলে হোমনা-তিতাস হবে বাংলাদেশের মধ্যে একটি দৃষ্টিনন্দন,অত্যাধুনিক এবং মডেল উপজেলা ইনশাআল্লাহ।