মাইলস্টোন ট্রাজেডিতে নিহত পরিবারের পাশে থেকে সহযোগিতার আশ্বাস বিএনপি নেতার
ফজলুল হক জয় ||
ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহত মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ৩৫ জন ছাত্র ছাত্রীর পরিবারের পাশে থেকে বিভিন্ন সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি।
সোমবার (১ডিসেম্বর) শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি সাথে এ দুর্ঘটনায় নিহত একাধিক পরিবার বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য তারা তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিজভিউল আহসান মুন্সী। নিহতদের পরিবার পক্ষ থেকে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম,মোঃ নাজমুল হক, মিনহাজ রহমান প্রমোখ। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলে তাদের সকল সমস্যার সমাধানের জন্য সরকারের উচ্চ মহলে চেষ্টা করবেন বলে আশ্বাস প্রদান করেন।