৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ| ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি| রাত ৮:৪৩| হেমন্তকাল|
শিরোনাম:
রাঙ্গুনিয়ায় প্রশাসনের চোখ কে ফাঁকি দিয়ে নাসিমের নেতৃত্বে চলে ভয়াবহ কর্মকান্ড চট্টগ্রামে-১ থেকে বিএনপির মনোনয়ন চাওয়া নুরুল আমিনের বহিষ্কারাদেশ প্রত্যাহার কুমিল্লা-২ এ বিএনপি’র মনোনয়ন পেতে কাজ করছেন সম্ভাবনাময়ী দুই তরুন কুমিল্লায় বিশ্ব পোলিও দিবস উদযাপন নারায়ণগঞ্জ-৫ এ বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ৩ প্রার্থী কুমিল্লা-২ আসনে আলোচনায় ওমর ফারুক মুন্না চাঁদপুরে বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সভা অনুষ্ঠিত উত্তাল বাঞ্ছারামপুর;জোনায়েদ সাকিকে বয়কটরের ঘোষণা চট্টগ্রাম-৯ এর জনগণ শামসুল আলম কে নিয়ে ঐক্যবদ্ধ রাঙ্গুনিয়ায় বিএনপি’র প্রার্থীর ছড়াছড়ি; মনোনয়নের চূড়ান্ত তালিকায় তরুণদের নাম

নারায়ণগঞ্জ-৫ এ বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ৩ প্রার্থী

Reporter Name
  • Update Time : বুধবার, অক্টোবর ২২, ২০২৫,
  • 18 Time View

নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনয়ন পেতে শুরুর দিকে প্রায় ডজন খানেক প্রার্থী বিভিন্নভাবে তাদের প্রার্থিতা জানান দিলেও চূড়ান্ত মনোনয়ন দৌড়ে আলোচনায় মাত্র ৩ জনের নাম।

এদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছেন প্রাইম গ্রুপের কর্ণধার ও বিকেএমইএর সাবেক পরিচালক আবু জাফর আহমেদ বাবুল।ইতিমধ্যেই তিনি তৃণমূল পর্যায়ের ভোটার এবং বিএনপির সমর্থক ও নেতাকর্মীদের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন বলেও জানা যায়।বিএনপির দলীয় হাই কমান্ড সূত্রে জানা যায়,এ আসন থেকে যেকোনো সময় প্রাইম বাবুল বিএনপি’র একক প্রার্থী হিসেবে চূড়ান্ত হতে পারেন।প্রার্থিতা জানান দেয়া বেশ কয়েকজন প্রার্থীও ইতিমধ্যেই তাকে সমর্থন দিয়ে তার সাথে কাজ শুরু করেছেন।তাছাড়া গরিব-দুস্থ মানুষের সাথে বিভিন্ন সময়ে পাশে থাকার কারণে স্থানীয় জনগণের কাছেও তিনি বেশ জনপ্রিয়।

এদিকে বর্তমানে আসনটিতে বিএনপির মনোনয়ন প্রত্যাশীর তালিকার শীর্ষে অবস্থান করছেন মডেল ডি ক্যাপিটাল গ্রুপের পরিচালক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদ।ইতিমধ্যেই এই আসনে অনেক সম্ভাব্য প্রার্থীও তাকে সমর্থন দিয়েছেন। বিশ্বস্ত সূত্রে জানা যায়,দলের দুর্দিনে বিভিন্ন হামলা-মামালায় অর্থনৈতিক সাপোর্টসহ বিভিন্নভাবে নির্যাতিত নেতাকর্মীদের পাশে ছিলেন তিনি। চাউর রয়েছে নারায়ণগঞ্জ-৫ থেকে এবার ধানের শীষের কান্ডারী তিনিই হচ্ছেন।

মনোনয়ন দৌড়ে তৃতীয় অবস্থানে রয়েছেন মহানগর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।জানা গেছে মনোনয়ন পেতে তিনিও কৌশলে কাজ করে যাচ্ছেন আসনটিতে। এদের বাহিরে এখানে সাবেক এমপি আবুল কালামের নামটিও খুব জোরে সোরে শোনা যাচ্ছে। তবে বয়স এবং শারীরিক সক্ষমতা বিবেচনায় তিনি অন্যান্য প্রার্থীদের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছেন।

স্থানীয় সূত্র মতে,শেষ পর্যন্ত মনোনয়নের যুদ্ধটা হতে পারে দুই শিল্পপতির মধ্যেই।আর্থিক সক্ষমতা,ক্লিন ইমেজ এবং মাঠ পর্যায়ের জনপ্রিয়তা এগুলোই এখন মূল নিয়ামক হিসেবে কাজ করছে এই আলোচিত দুই প্রার্থীর মধ্যে।

মনোনয়ন প্রসঙ্গে জানতে চাইলে এক সাক্ষাৎকারে আবু জাফর আহমেদ বাবুল (প্রাইম বাবুল) বলেন,দলের জন্য, এলাকার জনগণের জন্য অতীতেও কাজ করেছি, বর্তমানেও করে যাচ্ছি। সবকিছু বিবেচনা করা হলে দল আমাকেই বেছে নেবেন ইনশাআল্লাহ।

মাসুদুজ্জামান মাসুদ বলেন,জনগণ যাকে চায় দল যদি তাকে মনোনীত করে তাহলে সে তালিকায় আমার নামটিই আসবে ইনশাআল্লাহ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা কে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রার্থী চূড়ান্ত করার প্রক্রিয়া হাতে নিয়েছেন বিএনপি।সঠিক এবং যোগ্য প্রার্থী চূড়ান্ত করাই এখন বড় চ্যালেঞ্জ দলটির।কে হতে যাচ্ছেন নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির একক প্রার্থী।এমন প্রশ্নের উত্তর পেতে হলে অপেক্ষা করতে হতে পারে আর কয়েকটি দিন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category