দেবিদ্বার হবে বাংলাদেশের মধ্যে অন্যতম একটি মডেল উপজেলা- সাইদুর রহমান লিটন
ফজলুল হক জয় ||
শিক্ষা,চিকিৎসা সহ যোগাযোগ ব্যবস্থার অবকাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে দেবিদ্বারকে একটি আদর্শ ও মডেল উপজেলায় রূপান্তরিত করা হবে বলে জানান বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বেলজিয়াম বিএনপির সভাপতি এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাইদুর রহমান লিটন।
বুধবার (১০ সেপ্টেম্বর) তারেক রহমানের রাষ্ট্র বিনির্মনের ৩১ দফা বাস্তবায়নে গণসংযোগ কালে এক বক্তব্যে তিনি আরো বলেন,আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ৩১ দফা অলিতে-গলিতে সর্বস্তরের জনগণের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি।আগামী নির্বাচনে ধানের শিষ প্রতীকে ভোট দেওয়ার জন্য দেবিদ্বারের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে।
উপজেলার রসুলপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগ কালে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইউসুফ মেম্বার,উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মোঃ রফিকুল ইসলাম,যুবদল নেতা জুয়েল মোল্লা, মোহাম্মদ বশির আহমেদ সহ দেবিদ্বার উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী