১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে রজব, ১৪৪৭ হিজরি| সকাল ৯:৫৩| শীতকাল|
শিরোনাম:
গফুর ভূঁইয়ার পক্ষে কাজ করার ঘোষণা জেলা যুবদল নেতা আহছান উল্লাহ’র কুমিল্লা-৪; হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বড় ঝুঁকিতে: আপিলে উঠে এসেছে একাধিক গুরুতর অসঙ্গতি জনগণের প্রত্যাশা পূরণে আফরোজা খানম রিতার বিকল্প নেই আমি আপনাদের সঙ্গে ছিলাম আছি থাকবো ইনশাআল্লাহ -মেহেদী হাসান পলাশ শত বছর পূর্তি উদযাপন উপলক্ষে ভরাসার বহুমুখী স্কুলে সতীর্থদের মিলন মেলা কুমিল্লা থেকে তারেক রহমানের অভ্যর্থনায় ৩০০ ফিটে নেতাকর্মীদের নিয়ে পৌঁছলেন সোহানা শিউলী কুমিল্লায় প্রার্থীর বাড়িতে যৌথ বাহিনীর তল্লাশি চট্টগ্রাম-৪; ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করতে পারবেন সালাহউদ্দিন খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখে-সফিকুর রহমান জেলা যুবদলের আহছান উল্লাহ’র বহিষ্কারাদেশ প্রত্যাহার

তিতাসে নবজাগরণ সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনাসভা ও শীতবস্ত্র বিতরণ …………………………………………

Reporter Name
  • Update Time : শনিবার, ডিসেম্বর ২৪, ২০২২,
  • 429 Time View


তিতাস (কুমিল্লা) প্রতিনিধি।।

তিতাসে নবজাগরণ সংগঠনের তৃতীয় প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনাসভা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর শুক্রবার সকাল ১১ টায় তিতাসের (কালাইগোবিন্দপুর) বলরামপুর ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্টিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন বারের স্বর্ণপদক প্রাপ্ত বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর নবী।

সভাপতিত্ব করেন নবজাগরণ সংগঠনের সভাপতি আহমেদ হৃদয় সরকার। স্বাগত বক্তব্য রাখেন নবজাগরণ এর প্রতিষ্ঠাতা মোঃ রিয়াজুল ইসলাম।

নবজাগরণ এর সাংগঠনিক সম্পাদক মোঃ সজল সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক হালিম সৈকত, কাজী রফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ও মোঃ গিয়াস উদ্দিন প্রমূখ।

সমাজের নানাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায়
তিতাসের দশটি স্বেচ্ছাসেবী সংগঠনকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

সম্মাননা গ্রহণ করেন ফ্রেন্ডস ক্লাবের প্রতিষ্ঠাতা সাংবাদিক হালিম সৈকত, তিতাস সমাজকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা
মহিউদ্দিন শিকদার, হিলফুল ফুযুল এর সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, তারুণ্যের আলোর প্রতিষ্ঠাতা বশির আহম্মেদ, আপনজনের সঞ্জয় কুমার ভৌমিক, ইয়াং বেঙ্গল সোসাইটির প্রতিষ্ঠাতা রকিবুল ইসলাম ও আলোকিত মানবকল্যাণ সংগঠন, উলুকান্দি তরুণ সংঘসহ আরও কয়েকটি সংগঠন।

এছাড়াও সমাজে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সম্মাননা স্মারক তুলে দেয় হয় ধর্মীয় কাজের জন্য ফজলুর রহমান সিকদারকে, মানবিক কাজে দাউদ উজ্জামানকে, চিকৎসা ক্ষেত্রে আজিজুর রহমান সিকদারকে, শিক্ষাক্ষেত্রে নাজমুল ইসলামকে, কৃষিক্ষেত্রে জজ মিয়াকে, সামাজিক কাজে সেলিম মালিক ও শিপন আহম্মেদকে, শ্রমক্ষেত্রে ফিরোজ মিয়া ও মেধাবী শিক্ষার্থী তোফায়েল আহমেদকে ক্রেস্ট তুলে দেয়া হয়।

এসময় নবজাগরণ সংগঠনের উপদেষ্টা ও সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নূরে আলম, সবুজ, কবি খলিল, নেপাল চন্দ্র দেবনাথ, মোহন, সোহেল, ফেরদৌস, শাওন, মেহেদী, শাহ আলম, জুয়েল, মুন্না, হাসিম, নয়ন, ইব্রাহিম, পরান, দিপু, আক্তারুজ্জামান, দানু মিয়া, খোকন, কবির, আঃ আউয়াল, জয়নাল, মনির মোল্লা, মোস্তাক, নজরুল, হক সাব, নুরুল ইসলাম ও জামরুল প্রমূখ।
পরে মদিনার জামাত মাদরাসার ১০ জন এতিম শিশুকে সোয়েটার ও এলাকার ১২০ জন অসহায় মানুষকে শীতবস্ত্র কম্বল উপহার দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category