জনগণের প্রত্যাশা পূরণে আফরোজা খানম রিতার বিকল্প নেই
ফজলুল হক জয় ||
জনগণের প্রত্যাশা পূরণে আফরোজা খানম রিতার বিকল্প নেই বলে মনে করেন মানিকগঞ্জ-৩ আসনের অধিকাংশ মানুষ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ‘জনপ্রিয়তায় এগিয়ে কে’ শীর্ষক এক নির্বাচনী মাঠ জরিপে উঠে এসেছে এমন তথ্য। ভোটারদের ভাষ্যমতে,মানিকগঞ্জ-৩ থেকে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আফরোজা খানম রিতা পুরো মানিকগঞ্জেই এক পরিচিত নাম। দল-মত নির্বিশেষে মানবিক কাজ এবং মানুষের পাশে থাকার কারণে আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি। বিএনপি থেকে তিনি মনোনয়ন পাওয়ায় তৃণমূল পর্যায়ের নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের ভোটাররা খুবই উজ্জীবিত এমনটই মন্তব্য করেছেন নাম প্রকাশ না করার শর্তে অধিকাংশ মানুষ।
জানা গেছে, আফরোজা খানম রিতার প্রয়াত পিতা হারুন আর রশিদ খান মুন্নু এখানকার সাবেক ৪ বারের এমপি ছিলেন যিনি মানুষের কল্যাণে অকাতরে বিলিয়ে দিয়েছেন নিজেকে।প্রয়াত এই এমপির সুযোগ্য কন্যা হিসেবে ইতিমধ্যেই তিনি এলাকায় বেশ সুখ্যাতি লাভ করেছেন।
নির্বাচন প্রসঙ্গে জানতে চাইলে এক সাক্ষাৎকারে আফরোজা খানম রিতা বলেন,জনগণের সুসময় এবং দুঃসময়ে সব সময় সাথে ছিলাম,এখনো আছি।জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে এই নারী নেত্রী বলেন,জনগণের ভোটের রায়ে সংসদে গিয়ে মানিকগঞ্জকে বাংলাদেশের মধ্যে একটি উদাহরণ সৃষ্টিকারী জেলা হিসেবে গড়ে তুলবেন তিনি।